ডোমকল, 6 নভেম্বর : জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ডোমকল থানার যুগিন্দা মালিথা পাড়া। সকাল থেকে চলল বোমাবাজি। ঘটনায় এক মহিলাসহ গুরুতর জখম হয়েছেন চারজন। নাম কামালউদ্দিন মণ্ডল, ইন্তাজুল মালিথা, জিয়ারুল মালিথা এবং তাঞ্জিলা বিবি। তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কামালউদ্দিন পৌত্রিক ভিটের ভাগের অংশ পরিষ্কার করে বেড়া দেওয়ার কাজ করেছিলেন। সেই সময় পিছন থেকে তাঁর ভাই বুদুর মণ্ডল, মামলুদ্দিন মণ্ডল এবং আকমান মণ্ডল বোমা ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন কামালউদ্দিন ও আরও তিনজন।
ডোমকলে জমি দখল ঘিরে বোমাবাজি, মহিলাসহ জখম চার
এদিন সকালে কামালউদ্দিন পৌত্রিক ভিটের ভাগের অংশ পরিষ্কার করে বেড়া দেওয়ার কাজ করেছিলেন। সেই সময় পিছন থেকে তাঁর ভাই বুদুর মণ্ডল, মামলুদ্দিন মণ্ডল এবং আকমান মণ্ডল বোমা ছোড়ে বলে অভিযোগ।
বোমাবাজিতে জখম এক মহিলা সহ চার
এরপর দু'পক্ষের মধ্যে চলে বোমাবাজি। এদিকে জখমদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দু'জনকে মুর্শিদাবাদ হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থানে পুলিশ পৌঁছে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করে প্রচুর তাজা বোমা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।