পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bombing at Farakka: ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে বোমাবাজি, জখম চার - জখম চার

ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে বোমাবাজি ফরাক্কায় (Bombing at Farakka) ৷ আহত হয়েছেন কমপক্ষে চারজন ৷ বেনিয়াগ্রাম হাসপাতালে ভরতি করা হয় তাঁদের ৷

Bombing at Farakka ETV Bharat
বোমাবাজি

By

Published : Feb 23, 2023, 9:59 PM IST

ফরাক্কা, 23 ফেব্রুয়ারি: ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ফরাক্কা । উঠল বোমাবাজির অভিযোগ । বোমাবাজির জেরে গুরুতর জখম হয়েছেন উভয় পক্ষের চার ব্যক্তি (Four injured in bombing at Farakka) । বুধবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার গোহালবাড়ি এলাকায় । পুলিশ জানিয়েছে, জখমদের নাম সামিদুল ইসলাম, হোসেন আলি, রনি শেখ এবং মাসুম শেখ । চারজনকেই প্রথমে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে ভরতি করা হয় । যদিও অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মধ্যে তিনজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামিদুল শেখ নামে এক ব্যক্তি প্রতিবেশী লুটু শেখকে মাস ছয়েক আগে আট হাজার টাকা ধার দিয়েছিলেন । কিন্তু অভিযোগ, বারংবার চাইলেও সেই টাকা ফেরত দেয়নি লুটু শেখ । বুধবার ফের একবার পাওনা টাকা চাইতে যান সামিদুল । তখনই দুজনের মধ্যে বচসা হয় । সেই বচসা গড়ায় বোমাবাজিতে । অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় সামিদুলের উপর চড়াও হয় লুটু শেখ ও তাঁর সাঙ্গপাঙ্গরা । বোমাবাজি ও ধারাল অস্ত্র চালানোরও অভিযোগ উঠেছে । বোমা ও ধারাল অস্ত্রের আঘাতে আক্রান্ত হন টাকা প্রাপক সামিদুল ও তাঁর দুই সঙ্গী ।

ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ । জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সামান্য বিষয় নিয়ে বোমাবাজির ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা । পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ । ফরাক্কা থানার পুলিশ জানিয়েছে, দুই পক্ষের গণ্ডগোলের জেরেই উত্তেজনা ছড়িয়েছিল । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

আরও পড়ুন:রহড়ায় দুই দুষ্কৃতী দলের লড়াইয়ে শুটআউট, নিখোঁজ গুলিবিদ্ধ যুবক

ABOUT THE AUTHOR

...view details