পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HS First : রুমানা মুর্শিদাবাদে কন্যাশ্রীর অ্যাম্বাসেডর, সংবর্ধনায় ঘোষণা জেলাশাসকের - রুমানা মুর্শিদাবাদে কন্যাশ্রীর অ্যাম্বাসেডর

শুক্রবার বহরমপুর কালেক্টটরেট কনফারেন্স রুমে রুমানাঋকে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রীর হাতে সম্মাননা স্মারক ও পুস্পস্তবক তুলে দেন জেলাশাসক শরদ দ্বিবেদী ।

s
s

By

Published : Jul 23, 2021, 10:03 PM IST

Updated : Jul 23, 2021, 10:29 PM IST

বহরমপুর, 23 জুলাই : উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া রুমানা সুলতানাকে কন্যাশ্রী প্রকল্পের মুর্শিদাবাদ জেলার অ্যাম্বাসেডর করা হবে । আজ রুমানার সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন জেলাশাসক শরদ দ্বিবেদী । রুমানাকে সামনে রেখে জেলা তথা রাজ্যের ছাত্রীদের উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ, জানান জেলাশাসক । রাজ্য সরকারের এই ঘোষণায় খুশি কৃতি ছাত্রী ।

উচ্চ মাধ্যমিকে 599 নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা । 2019 সালে মাধ্যমিকে পঞ্চম হয়েছিলেন রুমানা । শুক্রবার বহরমপুর কালেক্টটরেট কনফারেন্স রুমে রুমানা সুলতানাকে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রীর হাতে সম্মাননা স্মারক ও পুস্পস্তবক তুলে দেন জেলাশাসক শরদ দ্বিবেদী । উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুকাশ মুমার । মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই অনুষ্ঠানে ঘোষণা করা হয়, রুমানা সুলতানাকে কন্যাশ্রী প্রকল্পে জেলার অ্যাম্বাসেডর করা হবে। বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রীদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখবেন রুমানা ।

উচ্চ মাধ্যমিকে প্রথম রুমানা সুলতানাকে সংবর্ধনা দেওয়া হল ৷

আরও পড়ুন: পরীক্ষা না হলেও সরকারি মূল্যায়নে খুশি উচ্চ মাধ্যমিকে প্রথম রুমানা

রাজ্য সরকারের এই ঘোষণাকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃতি ছাত্রী রুমানা ।

Last Updated : Jul 23, 2021, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details