পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murshidabad Election : করোনায় নির্বাচনী প্রচারে রোড-শো, র‍্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের

ভবানীপুরে উপনির্বাচনের পাশাপাশি জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন ৷ ইতিমধ্যেই জারি হয়েছে একাধিক নির্বাচনী বিধি-নিষেধ ৷

নির্বাচনী
নির্বাচনী

By

Published : Sep 5, 2021, 10:55 PM IST

বহরমপুর, 5 সেপ্টেম্বর : মুর্শিদাবাদের দুই স্থগিত বিধানসভা কেন্দ্রের নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে । আগামী 30 সেপ্টেম্বর জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে । গণনা হবে 3 অক্টোবর । শনিবার থেকেই নির্বাচনী বিধি লাগু হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে দুয়ারে সরকার-সহ সমস্ত সরকারি প্রকল্পের কাজ ।

মনোনয়নপত্র পেশের পর দুই কেন্দ্রেই প্রার্থীর মৃত্যুতে স্থগিত ছিল জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নির্বাচন । ভবানীপুর উপনির্বাচনের সঙ্গে ওই দুই কেন্দ্রের সাধারণ নির্বাচন হবে 30 সেপ্টেম্বর । রবিবার এই বিষয় নিয়েই জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী-সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক শরদ দ্বিবেদী ।

বৈঠক শেষে তিনি জানান, কোভিড বিধি মেনে এবার নির্বাচনে রোড-শো বা র‍্যালিতে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ৷ নির্বাচনী প্রচারে মোট আসনের 30 শতাংশের বেশি জমায়েত করা যাবে না । খোলা মাঠে প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ এক হাজার জমায়েত হবে স্টার ক্যাম্পানারদের ক্ষেত্রে । অন্যথায় জমায়েত করতে হবে 500 জনকে নিয়ে । রাজ্য ও সর্বভারতীয় দল প্রচারে মোট 20 জন স্টার ক্যাম্পেনার ব্যবহার করতে পারবে ৷ বাকি দলগুলির ক্ষেত্রে এই সংখ্যা 10 জন । এবার কোনও রোড-শো বা র‍্যালি করা যাবে না । 5 অক্টোবর পর্যন্ত জেলায় নির্বাচন বিধি লাগু থাকার কারণে মুর্শিদাবাদে স্থগিত থাকবে দুয়ারে সরকার-সহ একাধিক সরকারি প্রকল্পের যাবতীয় কাজ ৷

আরও পড়ুন :By-election : তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভবানীপুরে ‘খেলবেন’ মমতা

ABOUT THE AUTHOR

...view details