ভরতপুর, 20 জানুয়ারি :CAA বিরোধী সভা থেকে নাম না করে অধিকারী পরিবারকে তুলোধনা করলেন অধীর চৌধুরি । পাশাপাশি BJP-র সঙ্গে মুখ্যমন্ত্রীর গোপন আঁতাত আছে বলেও আজ সভা থেকে তৃণমূলকে বিঁধলেন বহরমপুরের কংগ্রেস নেতা ।
মুর্শিদাবাদের মানুষকে বোকা বানাবেন না : অধীর - মুর্শিদাবাদ
"কংগ্রেসের কোনও প্রার্থীকে ভোট দেওয়া যাবে না ৷ কংগ্রেস প্রার্থীকে দাঁড়াতে দেওয়া যাবে না ৷ CPI(M) এর কোনও প্রার্থীকে দাঁড়াতে দেওয়া যাবে না ৷ আজ যদি কংগ্রেস, CPI(M)-এর সাংসদ থাকত তাহলে BJP-র 18 টা সাংসদ তো হত না ৷ এরপর আপনি আঙুল কামড়াচ্ছেন ৷" মমতাকে আক্রমণ অধীরের ৷
কাল রেজিনগরের সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুর্শিদাবাদে CPI(M) কংগ্রেসের সঙ্গে BJP-র সমঝোতা রয়েছে । লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে তার প্রমাণ মিলবে । আজ ভরতপুরে CAA, NRC বিরোধী মঞ্চ থেকে শুভেন্দুকে পাল্টা আক্রমণ অধীরের । তিনি বলেন, "আমি BJP-তে যোগ দিয়েছি প্রচার হয়ে গেল । মুর্শিদাবাদদের মানুষকে বোকা বানাবেন না ৷ মুর্শিদাবাদে যেহেতু সংখ্যালঘুরা বেশি সেহেতু অধীর রঞ্জন চৌধুরিকে BJP সাজিয়ে সংখ্যালঘুদের মন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল ।"
সেই সঙ্গে মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "পশ্চিমবাংলায় আজ যদি BJP-র শক্তি বৃদ্ধি হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আগে দায়ী করবেন ৷ গুজরাত দাঙ্গা করার পর যখন নরেন্দ্র মোদি নতুন করে গুজরাতের মুখ্যমন্ত্রী হলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাল গোলাপ পাঠিয়ে তাকে সংবর্ধনা জানিয়ে ছিলেন ৷ ইতিহাস সাক্ষী আছে ৷ " লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "কংগ্রেসের কেউকে ভোট দেওয়া যাবে না ৷ কংগ্রেসের কাউকে দাঁড়াতে দেওয়া যাবে না ৷ CPI(M) এর কোন প্রার্থীকে দাঁড়াতে দেওয়া যাবে না ৷ আজ যদি কংগ্রেস, CPI(M)-এর সাংসদ থাকত তাহলে BJP 18 টা সাংসদ তো হত না ৷ এরপর আপনি আঙুল কামড়াচ্ছেন ৷ আমরা যখন লড়াই করি সামনাসামনি লড়াই করি ৷ আপনার মতো BJP-কে খুশি করে লড়াই করব না ৷"