পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদের মানুষকে বোকা বানাবেন না : অধীর - মুর্শিদাবাদ

"কংগ্রেসের কোনও প্রার্থীকে ভোট দেওয়া যাবে না ৷ কংগ্রেস প্রার্থীকে দাঁড়াতে দেওয়া যাবে না ৷ CPI(M) এর কোনও প্রার্থীকে দাঁড়াতে দেওয়া যাবে না ৷ আজ যদি কংগ্রেস, CPI(M)-এর সাংসদ থাকত তাহলে BJP-র 18 টা সাংসদ তো হত না ৷ এরপর আপনি আঙুল কামড়াচ্ছেন ৷" মমতাকে আক্রমণ অধীরের ৷

adhir ranjan chowdhury
অধীর রঞ্জন চৌধুরি

By

Published : Jan 20, 2020, 11:35 PM IST

ভরতপুর, 20 জানুয়ারি :CAA বিরোধী সভা থেকে নাম না করে অধিকারী পরিবারকে তুলোধনা করলেন অধীর চৌধুরি । পাশাপাশি BJP-র সঙ্গে মুখ্যমন্ত্রীর গোপন আঁতাত আছে বলেও আজ সভা থেকে তৃণমূলকে বিঁধলেন বহরমপুরের কংগ্রেস নেতা ।

কাল রেজিনগরের সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুর্শিদাবাদে CPI(M) কংগ্রেসের সঙ্গে BJP-র সমঝোতা রয়েছে । লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে তার প্রমাণ মিলবে । আজ ভরতপুরে CAA, NRC বিরোধী মঞ্চ থেকে শুভেন্দুকে পাল্টা আক্রমণ অধীরের । তিনি বলেন, "আমি BJP-তে যোগ দিয়েছি প্রচার হয়ে গেল । মুর্শিদাবাদদের মানুষকে বোকা বানাবেন না ৷ মুর্শিদাবাদে যেহেতু সংখ্যালঘুরা বেশি সেহেতু অধীর রঞ্জন চৌধুরিকে BJP সাজিয়ে সংখ্যালঘুদের মন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল ।"

CAA বিরোধী মঞ্চ থেকে BJP তৃণমূলকে আক্রমণ অধীরের

সেই সঙ্গে মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "পশ্চিমবাংলায় আজ যদি BJP-র শক্তি বৃদ্ধি হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আগে দায়ী করবেন ৷ গুজরাত দাঙ্গা করার পর যখন নরেন্দ্র মোদি নতুন করে গুজরাতের মুখ্যমন্ত্রী হলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাল গোলাপ পাঠিয়ে তাকে সংবর্ধনা জানিয়ে ছিলেন ৷ ইতিহাস সাক্ষী আছে ৷ " লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "কংগ্রেসের কেউকে ভোট দেওয়া যাবে না ৷ কংগ্রেসের কাউকে দাঁড়াতে দেওয়া যাবে না ৷ CPI(M) এর কোন প্রার্থীকে দাঁড়াতে দেওয়া যাবে না ৷ আজ যদি কংগ্রেস, CPI(M)-এর সাংসদ থাকত তাহলে BJP 18 টা সাংসদ তো হত না ৷ এরপর আপনি আঙুল কামড়াচ্ছেন ৷ আমরা যখন লড়াই করি সামনাসামনি লড়াই করি ৷ আপনার মতো BJP-কে খুশি করে লড়াই করব না ৷"

ABOUT THE AUTHOR

...view details