বহরমপুর, 16 এপ্রিল : "RSS রাজনীতি করে না। উনি নিজেও জানেন। একদিন উনিই RSS-র প্রশংসা করেছিলেন। আজ ভয় পেয়েই RSS-কে টেনে নিয়ে আসছেন।" গতকাল বেলডাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের RSS-এর টাকা বিলির অভিযোগ প্রসঙ্গে আজ বহরমপুরে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কথা বলেন। পাশাপাশি মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "ওঁর সব দোকান বন্ধ হয়ে গেছে। কেউ আর ডাকে না। তাই বাইরে যাওয়ার প্রশ্ন ওঠে না।"
আজ বহরমপুরে দলীয় প্রার্থীর প্রচারে আসেন BJP-র রাজ্য সভাপতি। BJP-র জেলা কার্যালয় থেকে প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্যকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে প্রচারে বের হন। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। RSS নির্বাচনে টাকা বিলি করছে। মমতার এই অভিযোগের উত্তরে তিনি বলেন, "হেরে যাওয়ার ভয়ে RSS-কে টেনে আনছেন। লড়াইটা শুরুতেই শেষ হয়ে গেছে। রবিবাবুর কথায় বোঝা গেছে ওরা আর ময়দানে নেই।"