পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত, তাই জয় শ্রীরাম হজম হচ্ছে না, মমতাকে খোঁচা দিলীপের

নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান শুনে ভাষণ না-দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগান ধার করে পশ্চিমবঙ্গকে পুরোপুরি বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে।

dilip ghosh attacks mamata banerjee over jai shriram slogan
'বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত, তাই জয় শ্রীরাম হজম হচ্ছে না!' মমতাকে খোঁচা দিলীপের

By

Published : Jan 24, 2021, 10:38 PM IST

মুর্শিদাবাদ, 24 জানুয়ারি: বাংলাকে পুরোপুরি বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগান ধার করা হচ্ছে, তাই জয় শ্রীরাম স্লোগান হজম হচ্ছে না। নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ভাষণ না-দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার বহরমপুরে চাঁচাছোলা ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ ক'রে দিলীপ ঘোষ বলেন, ''বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগান ধার করা হচ্ছে। ভোটের সময় বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের প্রচারে আনা হচ্ছে। আর ভোট দিতে আনা হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের। এই বাংলাকে পুরোপুরি বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তাই এখন আর জয় শ্রীরাম হজম হচ্ছে না।''

এ দিন শুরু থেকেই তৃণমূল পরিচালিত সরকার এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ''50 বছরে এই বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। 75 সালে সিদ্ধার্থশঙ্করের আমল থেকে গণতন্ত্র গায়েব হয়ে গিয়েছে। আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনীতিতে হিংসা যুক্ত করে কমিউনিস্টরা রক্তাক্ত রাজনীতি শুরু করেছিল। তৃণমূল রাজনীতিতে দুর্নীতি যুক্ত করে বাংলার সমাজকে কলুষিত করেছে। তাই আমরা পরিবর্তনের হাওয়ায় চলেছি। হিংসামুক্ত রাজনীতি আর দুর্নীতিমুক্ত প্রশাসন আমাদের লক্ষ্য।''

আরও পড়ুন: মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

এর পরেই শনিবারের ঘটনা টেনে এনে তিনি কটাক্ষের সুরে বলেন, ''যাঁদের রাম নাম শুনতে ইচ্ছে করে না, তাঁদের শেষের দিন চলে এসেছে। শেষের দিন অন্তত আমরা রাম নাম শুনি। খুবই খারাপ অবস্থা।'' শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, ''শিক্ষামন্ত্রী দাবি করেছেন রাম নাম নাকি গালিগালাজ। জয় শ্রীরাম স্লোগানের পালটা নিয়ে এসেছে জয় বাংলা। বাংলাদেশ থেকে স্লোগান ধার করে আনতে হচ্ছে।''

ABOUT THE AUTHOR

...view details