নওদা, 20 মে : কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের বিব্রত ও হেনস্থা করছে বলে অভিযোগ করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা মোশারফ হোসেন । তাঁর অভিযোগ, মধুপুর, ডাঙাপাড়া ও চণ্ডীপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের বিব্রত ও হেনস্থা করছে ।
কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিব্রত করছে, অভিযোগ তৃণমূল নেতার - election
কোনও অন্ধ ভোটার যদি পরিবারের লোককে নিয়ে যায়, তাকেও ঢুকতে দেওয়া হচ্ছে না । লাইনে দাঁড়ানো ভোটারদের সাথে বাজে ব্যবহার করছে জওয়ানরা । অভিযোগ তৃণমূল নেতার ।
তৃণমূল নেতা মোশারফ হোসেন
তিনি আরও বলেন, "কোনও অন্ধ ভোটার যদি পরিবারের লোককে নিয়ে যায়, তাকেও ঢুকতে দেওয়া হচ্ছে না । লাইনে দাঁড়ানো ভোটারদের সাথে বাজে ব্যবহার করা হচ্ছে । কেন্দ্রের 200 মিটার বাইরেও যারা রয়েছেন তাঁদেরও হেনস্থা করা হচ্ছে । পোলিং এজেন্টদের সাথে বচসায় জড়িয়ে পড়ছে জওয়ানরা । কেন্দ্রীয় বাহিনী যে BJP- র হয়ে কাজ করছে তা পরিষ্কার ।"