পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Constable Death : ভোটের ডিউটিতে এসে ছাদ থেকে পড়ে মৃত্যু কনস্টেবলের

30 সেপ্টেম্বর ভোট মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷ তার আগের দিনই অস্বাভাবিক মৃত্যু হল ভোটের ডিউটিতে আসা এক কনস্টেবলের ৷ ধুলিয়ান পৌরসভার ম্যারেজ হলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার তদন্ত চলছে ৷

constable unnatural death in samserganj before election
Constable Death : ভোটের ডিউটিতে এসে ছাদ থেকে পড়ে মৃত্যু কনস্টেবলের

By

Published : Sep 29, 2021, 6:44 PM IST

সামশেরগঞ্জ, 29 সেপ্টেম্বর : ভোটের ডিউটি করতে এসে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক কনস্টেবলের ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ম্যারেজ হলে ৷ মৃত ওই কনস্টেবলের নাম তরুণ মণ্ডল ৷ তিনি দার্জিলিংয়ের পুলিশ লাইনে কর্মরত ছিলেন ৷

আরও পড়ুন :Dev : সামশেরগঞ্জে প্রচারে ঝড় তুললেন অভিনেতা দেব

বৃহস্পতিবার (30 সেপ্টেম্বর) কলকাতার ভবানীপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ৷ একই দিনে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও বকেয়া ভোট সেরে ফেলা হবে ৷ উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের সময় বোমা বিস্ফোরণে জখম হন সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী ৷ যার জেরে এই কেন্দ্রে ভোট বাতিল করতে হয় নির্বাচন কমিশনকে ৷ এবার সেই আসনেই ভোট হবে বৃহস্পতিবার ৷

অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়েই মৃত্যু বলে অনুমান ৷

সেই ভোটের জন্যই নিরাপত্তাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ৷ কনস্টেবল পদাধিকারী তরুণ মণ্ডলও ভোটের কাজেই সামশেরগঞ্জে এসেছিলেন ৷ ধুলিয়ান পৌরসভার ম্যারেজ হলে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল ৷ সূত্রের দাবি, এদিন সকালে স্নান করার জন্য ম্যারেজ হলের ছাদে উঠেছিলেন তিনি ৷ সেই সময়েই ছাদ থেকে নীচে পড়ে যান ওই কনস্টেবল ৷

আরও পড়ুন :Bhabanipur Bye-Election : পাখির চোখ ভবানীপুর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল নির্বাচন কমিশন

গুরুতর জখম তরুণকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় ওই কনস্টেবলের ৷ পুলিশের প্রাথমিক অনুমান, অসাবধানতাবশতই ছাদ থেকে পড়ে গিয়েছেন ওই যুবক ৷ কারণ, ছাদ ফাঁকা ছিল ৷ তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details