পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান ঘিরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, জখম 4 - congress

ভরতপুর থানার সেহেলা এলাকায় হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে জখম হল চার যুবক ।

জখম ব্যক্তি

By

Published : Jun 3, 2019, 11:55 PM IST

ভরতপুর, 3 জুন : হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে জখম হল চার যুবক । ভরতপুর থানার সেহেলা এলাকার ঘটনা । জখমদের প্রাথমিক ভাবে ভরতপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয় । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । এই ঘটনায় পুলিশ চার যুবককে আটক করেছে । নাম ষষ্ঠী ঘোষ, পল্টু ঘোষ, রাজেন কুমার ঘোষ ও কৃপাময় ঘোষ ।

আজ দুপুরে লোকনাথ ঠাকুরের পুজো উপলক্ষ্যে হরিনাম সংকীর্তনের আসর বসে ভরতপুরে । সেইসময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় । পরে তা হাতাহাতিতে পৌঁছায় । ক্রমাগত পরিস্থিতি জটিল আকার ধারণ করে । অবশেষে লাঠি নিয়ে খণ্ডযুদ্ধ বাধে । ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয় ।

স্থানীয় সূত্রে খবর, লোকসভা ভোট থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । আজকের ঘটনা সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ ।

পুলিশ জানায়, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details