কলকাতা ও বহরমপুর, 2 জানুয়ারি: বাংলায় উপনির্বাচনের আগে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী (Congress MP Adhir Chowdhury) বামফ্রন্টের সমর্থন চেয়ে চিঠি লিখলেন বিমান বসুকে (CPIM Leader Biman Basu) । নির্বাচন কমিশন 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে । রাজ্যের রাজনৈতিক দলগুলো তড়িঘড়ি তাদের প্রার্থী ঘোষণা করেছে । তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে ৷ আর বিজেপি (BJP) প্রার্থী হিসেবে মনোনীত করেছে দিলীপ সাহাকে ।
অন্যদিকে কংগ্রেসের তরফে বাইরণ বিশ্বাসকে প্রার্থী করেছে । বৃহস্পতিবার পর্যন্ত ওই কেন্দ্রে বামেদের তরফে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি । মনোনয়ন জমার শেষ তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখেছেন বলেই আলমুদ্দিন স্ট্রিট ও বিধানভবন সূত্রে খবর ।
রাজ্য বামফ্রন্ট সূত্রে খবর, সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেসকেই সমর্থন করার কথা ভাবা হচ্ছে । কারণ, বাম-কংগ্রেস উভয়ের কাছে যাহাই তৃণমূল, তাহাই বিজেপি । একথা বারবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কিংবা কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীর মুখে শোনা গিয়েছে ৷ শুধু তাই নয়, সিপিএম ছাড়াও অন্যান্য বাম শরিকদেরও বক্তব্য, সাগরদিঘীতে কংগ্রেসের হাত ধরা ছাড়া বামেদের কোনও উপায় নেই । বরং, হাত না ধরলেই বোকামি হবে ।
চিঠিতে বিমান বসুকে অধীররঞ্জন চৌধুরী লিখেছেন, "আমি আপনাকে বাম দলগুলির জেলা নেতৃত্বকে আমাদের প্রার্থীর পক্ষে তাদের পূর্ণ রাজনৈতিক সমর্থন করতে ও উক্ত নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছি । আমার বিশ্বাস যে বাম ও কংগ্রেস যদি ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ৷ যদি বিরোধী ভোটগুলি বিভক্ত না হয় ও মেরুকরণ না হয়, তবে কংগ্রেস প্রার্থী জয়ী হতে সক্ষম হবে ।"