বহরমপুর, ২৬ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীকে বহরমপুর লোকসভায় প্রার্থী হয়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। বললেন, "আগে বহরমপুর লোকসভায় আমার সঙ্গে লড়াই করে জিতে দেখান। তারপর প্রধানমন্ত্রী হবেন।"
বহরমপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে অনেক আগে থেকেই নিজের ঘুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। অধীর চৌধুরিকে হারাতে না পারলে মুর্শিদাবাদের দায়িত্ব ছেড়ে দেবেন বলে প্রকাশ্য সভা থেকে ঘোষণাও করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীও বলেন, এবারের লোকসভায় ৪২-এ ৪২টা আসন পাবে তৃণমূল। আজ এই প্রসঙ্গ ধরেই অধীর চৌধুরি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন ৪২-এ ৪২টা আসন দখল করবেন তিনি। তার মানে তিনি প্রধানমন্ত্রী হতে চান। এখন মমতা ব্যানার্জি বায়না ধরেছেন তিনি প্রধানমন্ত্রী হবেন। তাহলে বাংলায় আসনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক। কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাকে হারানো যাবে না। আবার BJP বলেছে ২৩টা আসন নেবে। মুখ্যমন্ত্রী বলছেন ৪২টা আসন নেবেন। এখানেই তো ৬৫টা আসন হয়ে গেল। তাহলে মুখ্যমন্ত্রী আমায় হারিয়ে দেখাক।"