পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Explosion in Farakka: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, মুর্শিদাবাদে জখম চার শিশু - বোমা বিস্ফোরণে জখম চার শিশু

মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে জখম চার শিশু ৷ বল ভেবে খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
বোমা বিস্ফোরণে জখম শিশু

By

Published : Jun 19, 2023, 7:31 PM IST

বোমা বিস্ফোরণে জখম শিশু

মুর্শিদাবাদ, 19 জুন:বোমা ফেটে জখম চার শিশু ৷ বল ভেবে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি চার খুদের ৷ সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার সমাসপুর ভিডিও মোড় সংলগ্ন আমবাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কারা আমবাগানে বোমাগুলো মজুত রেখেছিল তার তদন্ত করেছে ফরাক্কা থানার পুলিশ।

সূত্রের খবর, বেশ কয়েকজন শিশু আমবাগানে খেলা করছিল ৷ সকলেরই বয়স আট থেকে দশ বছরের মধ্যে ৷ তাদের মধ্যে থেকেই একজনের নজরে আসে বলের আকারে একটি সুতলি জড়ানো বস্তু পড়ে রয়েছে আম বাগানে ৷ শিশুরা সেটিকে বল ভেবে টানাটানি শুরু করে ৷ সেই সময়েই বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণের আওয়াজ শুনে আশপাশ থেকে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা ৷ তারাই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ও চিকিৎসার ব্যবস্থা করেন ৷ জখম শিশুদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । গ্রামীণ এলাকায় আমবাগানে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:রাস্তায় ছড়িয়ে বোমা, বৃহস্পতিতে হিংসার পর আজ থমথমে ভাঙড়

পঞ্চায়েত ভোটের আগে প্রায়শই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে । বিশেষত সামশেরগঞ্জ, সুতি, ফরাক্কা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে ৷ নির্বাচনের সময় অশান্তির পরিবেশ এড়াতে প্রায়শই তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ৷ এই অভিযানে প্রায়দিনই বোমা, গুলি, পিস্তল উদ্ধার হয়েছে ৷ রাজনৈতিক মহলের একাংশের দাবি, এবার পঞ্চায়েত ভোট হবে বোমা, গুলি, পিস্তলের দাপট দেখিয়ে । ইতিমধ্যে জেলায় বেআইনি আগ্নেয়াস্ত্রের চাহিদা ও দাম বাড়তে শুরু করেছে। আমবাগান, বাঁশবাগানগুলিতে এখন সতর্কতার সঙ্গে পা ফেলতে হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details