মুর্শিদাবাদ, 8 অক্টোবর: প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন এক রাসায়নিক সার ব্যাবসায়ী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সুন্দীপুর গ্রামে। মৃতের নাম কাজল দত্ত (47)। ভরতপুর এলাকার ডাঙাপাড়ার বাসিন্দা ছিলেন ওই ব্যবসায়ী ৷
পরিবার সূত্রে খবর, অন্য দিনের মতো শনিবার ভোরেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী । হঠাৎই রাস্তা আটকে দুষ্কৃতীরা এলোপাথাড়ি কোপ মারতে থাকে, ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ।