পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইয়াবা ট্যাবলেট-গাঁজা-ফেনসিডিল উদ্ধার সীমান্তরক্ষীবাহিনীর

ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে উদ্ধার প্রচুর নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। বাংলাদেশ পাচারের আগে সীমান্তরক্ষীরা ওই মাদক ট্যাবলেটগুলি উদ্ধার করে জলঙ্গি থানার ফারাজিপাড়া থেকে। একই দিনে চরকুঠিবাড়ি এলাকা থেকে উধার হয়েছে 178 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ প্রায় সাত কেজি গাঁজা। দুটি ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করা যায়নি।

yaba ganja
ফেন্সিডিল

By

Published : Apr 20, 2020, 9:07 PM IST

জলঙ্গি,20 এপ্রিল : প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ গাঁজা, ফেনসিডিল বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। বাংলাদেশে পাচারের আগে সীমান্তরক্ষীরা ওই মাদক ট্যাবলেটগুলি উদ্ধার করে জলঙ্গি থানার ফারাজিপাড়া থেকে। একই দিনে চরকুঠিবাড়ি এলাকা থেকে উধার হয়েছে 178 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ প্রায় সাত কেজি গাঁজা। দুটি ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করা যায়নি। বাজেয়াপ্ত জিনিস জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
BSF-র তরফে পেশ করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ভোরে ফরাজিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ ঢোকার চেষ্টা করছিল এক পাচারকারী। বহরমপুর সেক্টরের 141 নম্বর ব্যাটেলিয়নের নজরে আসতেই পাচারকারীকে তাড়া করে জওয়ানরা ৷

প্লাস্টিক পাইপের ভিতর ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছিল। পাইপ ফেলে রেখেই পালায় মাদক পাচারকারী। উদ্ধার হয়েছে 5954টি নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবা।

অপরদিকে প্রায় একই সময়ে বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান চরকুঠিবাড়ি সীমান্তে এক পাচারকারীকে তাড়া করে 178 বোতল ফেনসিডিল ও 6.7 কেজি গাঁজা উদ্ধার করে। বাজেয়াপ্ত মাদক দ্রব্য তুলে দেওয়া হয়েছে জলঙ্গি থানার পুলিশের হাতে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details