পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলা গাছের গুঁড়ির মাঝে গোরু বেঁধে বাংলাদেশে পাচারের চেষ্টা, গ্রেপ্তার 3 - BSF

দু'দিকে দুটো কলা গাছের গুঁড়ি । মাঝখানে শক্ত-পোক্ত করে বাধা হয়েছে গোরু। মুখ বাঁধা । যাতে আওয়াজ না করতে পারে । ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন । এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু'শোর বেশি গোরু ।

গোরু পাচার

By

Published : Jul 18, 2019, 1:50 AM IST

Updated : Jul 18, 2019, 7:27 AM IST

কলকাতা, 18 জুলাই : রীতিমতো অমানবিক ! কলা গাছের গুঁড়ির মাঝে গোরু বেঁধে জলে ভাসিয়ে দেওয়া । উত্তরবঙ্গের বন্যায় ফুঁসে ওঠা গঙ্গাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গোরু পাচারের ছক কষেছে স্মাগলাররা । তৎপরতার সঙ্গে তার অনেকটাই ঠেকাতে সক্ষম হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী । গ্রেপ্তার তিন বাংলাদেশি পাচারকারী ৷ উদ্ধার 224টি গোরু ৷

এভাবেই গোরু পাচারের চেষ্টা চলছিল

দু'দিকে দুটো কলা গাছের গুঁড়ি । মাঝখানে শক্ত-পোক্ত করে বাধা হয়েছে গোরু। মুখ বাঁধা । যাতে আওয়াজ না করতে পারে । ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন । এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু'শোর বেশি গোরু । বিশেষ প্রযুক্তিতে তা বুঝতে পারে BSF । তারপর স্মাগলিং ঠেকাতে স্পিডবোট নিয়ে বেরিয়ে পড়া । পাচারকারীদের সঙ্গে রীতিমতো লড়াই চালিয়ে উদ্ধার করা হয় 103টি গোরু ।

বাঁ দিকে মহম্মদ রকি ডানদিকে জাহিরুল ইসলাম

অন্যদিকে রানিনগর থানা এলাকায় রীতিমতো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাংলাদেশ এবং ভারতীয় স্মাগলাররা ভোররাতে গোরু পাচারের চেষ্টা চালাচ্ছিল । তাদের হাতে ছিল গাঁইতি, তরোয়াল-সহ অন্যান্য অস্ত্রশস্ত্র । BSF জওয়ানরা বুঝতে পারেন, স্মাগলাররা ঘিরে ফেলেছে তাঁদের । আত্মরক্ষার্থে চালাতে হয় দু'রাউন্ড গুলি । অনেক কষ্টের পর ওই এলাকা থেকে 121টি গোরু উদ্ধার করেন জওয়ানরা । গ্রেপ্তার করা হয় বাংলাদেশের রাজশাহীর স্মাগলার জাহিরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জের মহম্মদ রকি এবং রাজশাহীর মহম্মদ ডালিম রেজ়়াকে । BSF জানতে পেরেছে, এই দলটির সঙ্গে যোগ রয়েছে ভারতীয় দুই স্মাগলারের । তারা হল রানিনগরের বিন্দা মণ্ডল, ইসলামপুরের মুতুজা শেখ । খবর যায় রানিনগর থানায় ৷ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

দেখুন ভিডিয়ো
Last Updated : Jul 18, 2019, 7:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details