পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Recover : ফের সামশেরগঞ্জ, আম বাগানে উদ্ধার 30 টি বোমা

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের উদ্ধার হল বোমা ৷ শনিবার স্থানীয় একটি আমবাগান থেকে 30 টি বোমা উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও ৷

bomb recover in Samserganj of Murshidabad
Bomb Recover : ফের সামশেরগঞ্জ, আমাবাগানে উদ্ধার 30 টি বোমা

By

Published : Aug 7, 2021, 11:14 AM IST

সামশেরগঞ্জ, 7 অগস্ট :ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷ এবার স্থানীয় একটি আমবাগান থেকে উদ্ধার করা হল 30 টি বোমা ৷ শনিবার সকালের ঘটনায় আতঙ্কিত সামশেরগঞ্জ থানা এলাকার জ্বালাদিপুরের বাসিন্দারা ৷ এদিন সকালে এলাকার মানুষজনই প্রথম বোমাগুলি দেখতে পান ৷ তাঁদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও ৷

আরও পড়ুন :ফের সামশেরগঞ্জ থেকে বোমা উদ্ধার

দিন কয়েক আগেই সামশেরগঞ্জের একটি বাঁশবাগান থেকে বোমা উদ্ধার করা হয়েছিল ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেহেতু এই এলাকায় বিধানসভা ভোট বাতিল হয়ে যায়, তাই নির্বাচনী উত্তেজনা এখনও রয়েছে ৷ অন্য়ান্য জায়গায় উপনির্বাচনের সঙ্গেই নির্বাচন করা হবে এই কেন্দ্রে ৷ তাই ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে বিবাদ বাড়ছে ৷ বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনাও ৷

স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাজনৈতিক সংঘর্ষে ব্যবহার করা জন্যই এলাকায় বোমা মজুত করা হচ্ছে ৷ রাতের অন্ধকারে বিভিন্ন জায়গা থেকে বোমা এনে লুকিয়ে রেখে যাচ্ছে রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীরা ৷ তবে এই বিষয়ে প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাইছেন না ৷ এলাকাবাসীর একটাই আবেদন, পুলিশ আরও কঠোর হোক ৷ তাঁদের প্রশ্ন, বারবার এমন ঘটনা ঘটছে কীভাবে ? কীভাবে বিনা বাধায় দুষ্কৃতীরা এলাকায় বোমা রেখে চলে যাচ্ছে ? এর জন্য পুলিশের নজরদারির অভাবকেই দায়ী করছেন বাসিন্দারা ৷ তাঁরা চাইছেন, ভোট হোক ভোটের মতো ৷ কিন্তু তাকে ঘিরে অশান্তি যেন না হয় ৷

আরও পড়ুন :Bomb Recover : বাঁশবাগানে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, আতঙ্কিত সামশেরগঞ্জবাসী

এদিকে, শনিবার ঘটনাস্থলে যাওয়ার পরই সেটিকে ঘিরে ফেলে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ কে বা কারা এই আমবাগানে বোমা রেখে গেল, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি ৷ যদিও পুলিশের এই ভূমিকায় খুব একটা সন্তুষ্ট নন সামশেরগঞ্জের সাধারণ মানুষ ৷

ABOUT THE AUTHOR

...view details