বহরমপুর (মুর্শিদাবাদ), 25 এপ্রিল : বাংলা দখল করতে এসে দেশকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বহরমপুরে ভার্চুয়াল সভা থেকে এমনই অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এক একটি দফার নির্বাচনে ভোট লুঠের নতুন নতুন পরিকল্পনা করছে বিজেপি ৷ তাঁর অভিযোগ, ষষ্ঠ দফায় নির্বাচন কমিশন নিযুক্ত বাহিনীর মদতে ভোট লুঠ করেছে বিজেপি ৷
রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে ভার্চুয়াল সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ যে ভার্চুয়াল সভার শুরু থেকে নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি । তাঁর কথায়, করোনা এত বাড়ত না । যদি নরেন্দ্র মোদিরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন তবে এই পরিস্থিতি তৈরি হত না । বাংলার নির্বাচনে লুঠ করতে গিয়ে, বাংলাকে লুঠ করতে গিয়ে সারা দেশকে সর্বনাশার পথে ঠেলে দিয়েছেন। আর এখন উনি মন কি বাত করে চলেছেন । ওঁর মন কি বাত কেউ শুনবে না । এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখন করোনার বাত শোনান’’।