বাইরনের বিশ্বাসঘাতকতা কংগ্রেসকে দুর্বল করবে না, বিশ্বাস জেলা নেতৃত্বের মুর্শিদাবাদ, 29 মে: কানাঘুষো চলছিলই ৷ কিন্তু, কেউ বিশ্বাস করতে চাননি ৷ যে বাইরন বিশ্বাসকে কংগ্রেস পরিচিতি দিল ৷ সেই দল তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করবেন না ৷ কিন্তু, কোথায় কি ? সবার বিশ্বাসকে ভুল প্রমাণিত করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ৷ তাও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে ৷ তাই এবার বাইরনকে বিশ্বাসঘাতক বলে বিঁধল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব ৷
সাগরদিঘির বিধানসভা উপনির্বাচন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বিপুল ভোটে তৃণমূলের প্রার্থীকে হারিয়েছিলেন ৷ যে জয়ের পর বাম ও কংগ্রেস সাগরদিঘি মডেলের কথা বলতে শুরু করে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে ৷ কিন্তু, সেই মডেলে যাকে সেনানি করা হয়েছিল, সেই বাইরন বিশ্বাস আজ তৃণমূলে যোগ দিয়েছেন ৷ কিন্তু, মুর্শিদাবাদ কংগ্রেসের নেতৃত্ব দাবি করছেন, বাইরন বিশ্বাস বিশ্বাসঘাতকতা করলেও, সামশেরগঞ্জ-সহ মুর্শিদাবাদে এর কোনও প্রভাব পড়বে না ৷
আরও পড়ুন:তৃণমূলে যোগ বাইরন বিশ্বাসের, বিধানসভা ফের বাম-কংগ্রেস শূন্য
সামশেরগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ ইমাম শেখ বলেন, ‘‘সামশেরগঞ্জে যারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছেন, তাঁরা বাইরনকে দেখে আসেনি ৷ ফলে সামশেরগঞ্জে যেভাবে তৃণমূল ভাঙছিল সেভাবেই ভাঙবে ৷ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘বাইরণ কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ৷ কংগ্রেস সমর্থকরা সবাই এটা জানেন ৷ ফলে বাইরন চলে গেলেও সমর্থকরা কেউ কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেবেন না ৷ সাগরদিঘির কংগ্রেস নেতা ইমামূল হক বলেন, ‘‘সাগরদিঘির মানুষ বাইরনকে দেখে নয় ৷ কংগ্রেসের প্রতীক আর অধীর চৌধুরীকে দেখেই ভোট দিয়েছে ৷ তারা সবাই কংগ্রেসে আছে ৷’’
আরও পড়ুন:দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, বাইরন 'হাত' ছাড়ায় আক্রমণ অধীরের
2021 বিধানসভা নির্বাচনে রাজ্যে শূন্য হয়ে গিয়েছিল কংগ্রেস এবং সিপিআইএম ৷ সেখানে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে ফের নিজেদের অস্তিত্ব প্রমাণে মরিয়া হয়ে উঠেছিল কংগ্রেস ৷ সেই সঙ্গে বামেরাও, সাগরদিঘি মডেলের কথা বলতে থাকে ৷ কিন্তু, কংগ্রেসের একমাত্র বিধানসভা আসনও এবার বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদানের ফলে হাতছাড়া হয়ে গেল ৷ তবে, প্রদেশ নেতৃত্বের দাবি মানুষ বাইরন বিশ্বাসকে নয় ৷ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে ভোট দিয়েছিল ৷ তাই বাইরন বিশ্বাস চলে গেলেও কংগ্রেসের শক্তি এতটূকু কমেনি ৷