সুতি, 10 জুন : মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল আন্তর্জাতিক মাদক পাচারকারী । পলাতক বাংলাদেশি ওই মাদক পাচারকারীর নাম মহম্মদ সোহেল । সুতি থানার পুলিশের দাবি, মহেষাইল হাসপাতাল থেকে লুকিয়ে পালিয়ে যায় ওই মাদক পাচারকারী । যদিও সুতি-2 ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, হাসপাতাল থেকে কেউ পালায়নি । পালিয়ে থাকলে বাইরে থেকে পালিয়েছে ।
পুলিশ চোখে ধুলো দিয়ে পলাতক বাংলাদেশি মাদক পাচারকারী - SUTI POLICE STATION
পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল আন্তর্জাতিক মাদক পাচারকারী । মাদক পাচারকারীর নাম মহম্মদ সোহেল । পুলিশের দাবি, মহেষাইল হাসপাতাল থেকে লুকিয়ে পালিয়ে যায় ওই মাদক পাচারকারী । যদিও সুতি-2 ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, হাসপাতাল থেকে কেউ পালায়নি ।পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সুতি থানার পুলিশ ।
আরও পড়ুন...নিউটাউন এনকাউন্টারে খতম দুষ্কৃতীদের হেফাজত থেকে পাকিস্তানের সিম
গত 5 জুন সুতি থানার পুলিশ 75 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাদিন্দা মহম্মদ সোহেলকে । এনডিপিএস ধারায় মামলা রুজু করে আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল । সুতি থানার পুলিশের দাবি, পুলিশ হেফাজতে অসুস্থ বোধ করায় তাকে মহেষাইল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে ওই আসামি পালিয়ে যায় বলে দাবি পুলিশের । যদিও হাসপাতাল কর্তপক্ষ এই দাবি খারিজ করেছে । পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সুতি থানার পুলিশ ।