সালার (মুর্শিদাবাদ), 28 সেপ্টেম্বর : ধর্মীয় বিভাজনের রাজনীতির অভিযোগ বারে বারে উঠে আসে রাজ্য তথা দেশের একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে ৷ তাই বলে শিশু মনেও বিভাজনের বীজ বোনার চেষ্টা ? পড়ুয়াদের পাঠ্যবইয়েও এবার সেই আমরা-ওরা ভেদাভেদের উপমা ব্যবহারের গুরুতর অভিযোগ উঠল ৷ ঘটনা মুর্শিদাবাদের সালারের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ৷ অভিযোগ, ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির পাঠ্যবইয়ে ধর্মীয় বিভাজন এবং আমরা-ওরার উপমা ব্যবহার করা হয়েছে ৷
পাঠ্যবইটির ওই বিশেষ অংশের ছবিই এখন মুর্শিদাবাদের প্রায় প্রতিটি মানুষের মোবাইল ফোনে ঘুরছে ৷ যা তোলপাড় ফেলে দিয়েছে নেটপাড়ায় ৷ স্কুল কর্তৃপক্ষের সমালোচনায় সরব হয়েছেন নেট নাগরিকরা ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা ৷ পরিচালন কমিটির সম্পাদক এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ বিষয়টি সংবেদনশীল হওয়ায় মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-র সঙ্গে যোগাযোগ করা হয় ৷ মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অমরকুমার শীল জানিয়েছেন, বেসরকারি সংস্থার পাঠ্যবইয়ের নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে না ৷ তবুও, বিষয়টি নিয়ে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন ৷
আরও পড়ুন : Bhabanipur By Election : ভবানীপুর উপনির্বাচনে কোনও বাধা নেই, জানাল হাইকোর্ট