জঙ্গিপুর, 23 এপ্রিল : জঙ্গিপুর লোকসভার সুতি থানার হরিপুরে পুলিশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ । আতঙ্কে ছুটে পালাতে গিয়ে গরম চা পড়ে জখম দুই শিশু । বুথ থেকে তিনশো থেকে চারশো মিটার দূরে চায়ের দোকানে জটলা ছত্রভঙ্গ করার চেষ্টা করতে গিয়েই এই বিপত্তি ।
জটলা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, পালাতে গিয়ে 2 শিশুর গায়ে পড়ল গরম চা
জঙ্গিপুর লোকসভার সুতি থানার হরিপুরে পুলিশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ । আতঙ্কে ছুটে পালাতে গিয়ে গরম চা পড়ে জখম দুই শিশু ।
নিয়ম অনুয়ায়ী কোনও বুথ থেকে 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি থাকে । জানা গেছে সুতি থানার হরিপুরের ওই এলাকার 93 ও 94 নম্বর বুথের থেকে মোটামুটি তিনশো থেকে চারশো মিটার দূরে একটি দোকানে জটলা দেখতে পান টহলরত পুলিশ, সেক্টর অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । অভিযোগ, সেই জটলা ছত্রভঙ্গ করতে গিয়ে তাণ্ডব চালায় পুলিশ ।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল 93 ও 94 নম্বর বুথে । তবে ভোটগ্রহণ শুরুর দু'ঘণ্টা পর হঠাৎ ভোটারদের উপর চড়াও হয় টহলরত নিরাপত্তারক্ষীরা । চায়ের দোকানে ঢুকে লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ ।