ফরাক্কা, ৭ মার্চ : হলুদ ভাঙার মিলের আড়ালে চলছিল ভেজাল সামগ্রী তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ভেজাল খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে। ঘটনাটি ফরাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের রামরামপুর এলাকার।
হলুদ ভাঙার মিলের আড়ালে ভেজাল সামগ্রী তৈরির কারবার - mursidabad
হলুদ ভাঙার মিলের আড়ালে চলছিল ভেজাল সামগ্রী তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ভেজাল খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরাক্কার রামরামপুর এলাকায় হলুদ ভাঙার মিলের আড়ালে হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ার ভেজাল কারবার চালাচ্ছিল ওহিদুল শেখ নামে ওই মিল মালিক। কেমিকেল মিশিয়ে তৈরি করছিল মশলার গুঁড়ো। গোপনে খবর পেয়ে গতকাল ফরাক্কার IC উদয়শংকর ঘোষের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করে ৫০ বস্তা চালের গুঁড়ো, ৩৫ বস্তা হলুদের গুঁড়ো, ৫০ বস্তা জিরে ও ধনের গুঁড়ো, ৫ বস্তা বাতিল হলুদের গুঁড়ো এবং ৬০ কেজি কেমিকেল।
অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।