পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 18, 2022, 11:01 PM IST

ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury বাবার অপরাধের শাস্তি পেতে হচ্ছে মেয়েকে, অনুব্রত কন্যার পাশে অধীর

অনুব্রত মণ্ডলের অপরাধের জন্যই তাঁর মেয়েকে ভোগান্তিতে পড়তে হয়েছে, এমনই মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

Adhir Ranjan Chowdhury
ETV Bharat

বহরমপুর, 18 অগস্ট: গরুপাচার কান্ডে সিবিআই-এর হাতে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও বেনামি সম্পত্তির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে যায় সিবিআই । তবে এই বিষয়ে এবার অনুব্রত কন্যার পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury backs Anubrata daughter) ৷

বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে করে অধীরবাবু বলেন, "বাবার পাপেই মেয়েকে শাস্তি পেতে হচ্ছে । অনুব্রত মণ্ডলের মেয়ের নামে আমার কোনও অভিযোগ নেই । অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের নামে ।" তাঁর কথায়, "বাবা নিজের দুর্নীতি ঢাকতে, চৌর্যবৃত্তি ঢাকতে, বেনামি সম্পত্তি মেয়ের নামে লিখেছে । বাবার কথা মেয়ে অমান্য করতে পারে না । তাই যেখানে বলেছে সই করে দিয়েছে । এটা আমার ব্যক্তিগত ধারণা । আজ বাবার অপরাধের জন্যই মেয়েকে ভোগান্তিতে পড়তে হয়েছে ।" তবে সিবিআই সূত্রে খবর, সুকন্যা মণ্ডলের নামে একাধিক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদের নথি রয়েছে তাদের কাছে (allegation against daughter of Anubrata Mondal) ৷

আরও পড়ুন: সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের 17 জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা

একইসঙ্গে এদিন নারী সুরক্ষা বিষয়ে বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী (Congress Leader Adhir Ranjan Chowdhury) ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদি, অমিত শাহরা মুখে নারীদের সম্মানের কথা বলেন ভোট নেওয়ার জন্য । গুজরাতের ইতিহাস দেখলে স্পষ্ট হবে ওনারা নারীদের কতটা সম্মান করেন । দু'জনে যখন গুজরাতের দায়িত্বে ছিলেন তখন নারীদের উপর কী নির্যাতন হয়েছে সবাই জানে । সেখানে নারীদের উপর গোপনে নজর রাখা হতো । শুধুমাত্র জাফরি সাহেবের হত্যার প্রতিবাদ করায় তিস্তা সেতলওয়াড়কে সাজা পেতে হয়েছে । জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীকে নিয়ে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি । আসলে ভোটের জন্য নারীদের সম্মানের কথা বলেন ওরা ।"

ABOUT THE AUTHOR

...view details