রঘুনাথগঞ্জ, 21 অগস্ট: রঘুনাথগঞ্জ হাইস্কুলে বহিরাগত ছাত্রদের হামলায় গুরুতর আহত এক ছাত্র ৷ দশম শ্রেণির ওই পড়ুয়াকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্কুল চলাকালীন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় অভিযুক্ত দু'জনকে আটক করেছে পুলিশ ৷
এই বিষয়ে রঘুনাথগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল মণ্ডল বলেন, "সোমবার নবম ও দশম শ্রেণির পরীক্ষা ছিল ৷ ফিজিক্যাল সায়েন্স ও প্রোজেক্টের পরীক্ষা ছিল ৷ শেষ মুহূর্তে যখন পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হচ্ছিল তখন এক ছাত্রের কাছ থেকে জানতে পারি, বহিরাগত ও স্কুল পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ লেগেছে ৷ আমার কয়েকজন শিক্ষক মিলে যখন নিচে নামতে গিয়েছে, দেখি একজন ছাত্র পড়ে রয়েছে মাটিতে ৷ অজ্ঞাত পরিচয়ের কিছু ছেলে, তাদের মধ্যে কয়েকজন স্কুলেরও রয়েছে, তাকে মেরে চলে গিয়েছে ৷ ঘটনাটা ঘটেছে স্কুলের ভিতরেই ৷ পুলিশে অভিযোগ জানানো হয়েছে ৷" তবে কি কারণে গন্ডগোল, তা এখনও জানা যায়নি ৷ ঘটনায় অভিযুক্ত দু'জনকে আটক করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, বহিরাগতদের মারে স্কুলেই লুটিয়ে পড়ে ছাত্র নূর ইসলাম। গুরুতর জখম নূরকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রের অবস্থা আশঙ্কাজনক ৷