বহরমপুর, 25 অগস্ট : ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ । ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বৃদ্ধা ৷ বাড়িতে মজুত বোমার বিস্ফোরণ ঘটেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বহরমপুর থানার 2 নম্বর বানজেটিয়ার বেলতলা এলাকায় । জখম বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবিতা মণ্ডল (65) বাড়িতে একাই থাকতেন ৷ হঠাৎই এদিন রাতে প্রচণ্ড বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে । স্থানীয়রা এসে দেখেন বাড়ির টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়েছে । রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন বৃদ্ধা ৷ আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় ।