পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলঙ্গিতে উদ্ধার লক্ষাধিক টাকার ফেনসিডিল

পাচারের আগে জলঙ্গি থেকে ফেনলিডিল ও গোরু উদ্ধার । পলাতক পাচারকারীরা ।

Phensedyl
উদ্দার হওয়া ফেনসিডিল

By

Published : Jul 11, 2020, 4:25 PM IST

জলঙ্গি, 11 জুলাই : পাচারের আগে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জলঙ্গিতে বাজেয়াপ্ত 500 বোতল ফেনসিডিল । উদ্ধার হয়েছে একটি গোরুও । আজ সীমান্তরক্ষী বাহিনীর 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এগুলি বাজেয়াপ্ত করে । উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা । পাচারকারীদের খোঁজ পাওয়া যায়নি ।

গতরাতে ঝড়-বৃষ্টির মাঝেই ফেনসিডিল ও গোরু পাচারের চেষ্টা চলছিল বাংলাদেশে । সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা দেখতে পেয়ে ধাওয়া করতে শুরু করে । ব্যাটেলিয়নের 'A' কম্পানির কম্যান্ডার বলভীর সিং ও জওয়ানরা তাদের প্রায় ধরেই ফেলে । এমন সময়ে পাট ক্ষেতে লুকিয়ে পড়ে পাচারকারীরা । পরে সেখান থেকে পালায় তারা । ওই এলাকা থেকে ফেনসিডিল, গোরু ও ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয় ।

এবিষয়ে বাসুদেব শর্মা নামে এক BSF-এর আধিকারিক জানান, বাজেয়াপ্ত সামগ্রী জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । জলঙ্গি এলাকায় পাচার বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সীমান্তরক্ষী বাহিনীর । সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details