লালগোলা, 19 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের তাড়া করে উদ্ধার 227 শিশি নিষিদ্ধ ফেনসিডিল । উদ্ধার করল বহরমপুর সেক্টরের BSF-এর 35 ব্যাটেলিয়ন ।
গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় BSF । তাড়া করে পাচারকারীদের । কাঁটাতার যাতে পার করতে না পারে পাচারকারীরা তারজন্য গুলি চালাতে বাধ্য হয় BSF জওয়ানরা । জবাবে পালটা গুলি চালায় পাচারকারীরাও । যদিও কাঁটাতার পার করতে পারেনি তারা । নিষিদ্ধ ফেনসিডিলের শিশি ফেলে রেখেই অন্ধকারে গা ঢাকা দেয় ।
BSF-এর তরফে জানানো হয়েছে, সার্চ লাইটে লাওয়ানগোলা BOP এলাকায় পাচারকারীদের মুভমেন্ট নজরে আসে । তাড়া করলে কাঁটাতার বরাবর ছুটতে শুরু করে পাচারকারীরা । তাদের রুখতে পাম্প একশন গান থেকে রবার বুলেট ফায়ার করলে পালটা BSF-কে লক্ষ্য করে গুলি চালায় তারা । প্রতিবছর এই সময় এই ধরনের চোরা পাচার চক্র খুব সক্রিয় হয়ে ওঠে বলে দাবি করা হয় BSF-এর তরফে ।
উদ্ধার হওয়া ফেনিসিডিলের শিশিগুলি আজ লালগোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি ।