পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে বাজেয়াপ্ত ২২০০ বোতল মদ

ইসলামপুরে ২২০০ টি বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত।

bottle

By

Published : Mar 26, 2019, 2:29 AM IST

ইসলামপুর, ২৬ মার্চ : মোট ২২০০ বোতল দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত হল ইসলামপুরে। ঘটনাটি ইসলামপুর থানার গোয়াস এলাকার। এই ঘটনায় দশজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। গতরাত ১০টা নাগাদ পুলিশ অভিযান চালায়। ধৃতরা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গোয়াস গ্রামের কয়েকজন গোপনে এই কারবার চালাত। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দাদের একাংশ ইসলামপুর থানায় অভিযোগ জানায়। এরপর ইসলামপুর থানার পুলিশ গতরাতে অভিযান চালিয়ে ওই মদ বাজেয়াপ্ত করে। ভেঙে দেওয়া হয়েছে কয়েকটি দেশি মদের ভাটি। উদ্ধার করা হয়েছে মদ তৈরির সরঞ্জাম।

এই ঘটনায় বিষ্ণু মাল, পলাশ মাল সহ দশ জনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হবে। ভোটের আগে এমন অভিযান আরও চলবে বলে পুলিশ জানিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details