বড়ঞা, 11 জুন : আজ বিভিন্ন দল থেকে প্রায় দেড় হাজার কর্মী-সমর্থক যোগ দিলেন BJP-তে । মুর্শিদাবাদে বড়ঞার সাহোড়া গ্রাম পঞ্চায়েতের মহুরাকান্দি গ্রামে এই যোগদান সভার আয়োজন করা হয় । সভায় উপস্থিত ছিলেন BJP-র মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, জেলা সম্পাদক তপন চন্দ্র সহ আরও অনেকে ।
বিভিন্ন দলের দেড় হাজার কর্মী-সমর্থক যোগ দিলেন BJP-তে - join
বিভিন্ন দল থেকে প্রায় দেড় হাজার কর্মী সমর্থক যোগ দিলেন BJP-তে । মুর্শিদাবাদে বড়ঞার সাহোড়া গ্রাম পঞ্চায়েতের মহুরাকান্দি গ্রামে এই যোগদান সভার আয়োজন করা হয় ।
সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো । সভা থেকে গৌরীশঙ্কর বলেন, "আজ এখানে যোগদান সভা ছিল । লোকসভা নির্বাচনে এবার BJP-র সাফল্য সারা বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে । বাংলার মানুষ চেয়েছে এবার BJP পশ্চিম বাংলায় আসুক । এই জেলার মানুষ চাইছে BJP ক্ষমতায় আসুক । তাই এই বিধানসভা এলাকায় BJP-র উন্নয়ন ও বিকাশের রাজনীতিতে বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য, তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় দেড় হাজারের অধিক কর্মী BJP-তে যোগদান করেছে । প্রত্যেকের মূল লক্ষ্যই হচ্ছে উন্নয়ন, সুশাসন ও নিরাপদে বাঁচা ।"
তিনি আরও বলেন, "মানুষের পাশে থেকে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করব । আজ প্রায় দেড় হাজারের অধিক মানুষ BJP-তে যোগদান করেছে । এই বিধানসভার অন্যান্য অঞ্চলেও যোগদান সভা করা হয়েছে ৷ সেগুলিতে প্রায় দু'হাজার মানুষ BJP-তে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে । "