ফারাক্কা, 27 জুন: নতুন বাস কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বাস মালিকের। দুর্ঘটনায় জখম চালক এবং আরও একজন। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে 34 নম্বর জাতীয় সড়কের উপর ফরাক্কা থানার জিগরি মোড় এলাকায়। জানা গিয়েছে, মৃত বাস মালিকের নাম জাহাঙ্গির হোসেন(47)। বাড়ি মালদার কালিয়াচক থানার সাহাজাতপুর এলাকায়।
নতুন গাড়ি কিনে ফেরার পথে দুর্ঘটনায় মৃত মালিক - Murshidabad
মুর্শিদাবাদের ফারাক্কায় পথ দুর্ঘটনায় মৃত এক আহত 2।
আহত দুজনের চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রের খবর, কলকাতা থেকে নতুন বাস কিনে কালিয়াচকের সাহজাদপুরে ফিরছিলেন জাহাঙ্গির হোসেন। ফারাক্কার জিগরি মোড়ে একটি দুধের গাড়ি লেন ভুল করে ঢুকে পড়ে বাসটিতে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন বাসের মালিক, চালক সহ আরও একজন। স্থানীয়দের সাহায্যে ফরাক্কা থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করে। হাসপাতালের চিকিৎসকরা জাহাঙ্গির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, মাথায় গুরুতর চোট লাগায় মৃত্যু হয়েছে জাহাঙ্গির হোসেনের। অপরদিকে, বাসের চালক ও অপর একজনের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে।
ফরাক্কা থানার পুলিশ দুধের গাড়ি ও নতুন বাসটি আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।