পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আম কুড়াতে গিয়ে বোমা ফেটে জখম 1 - আম কুড়াতে গিয়ে বোমা ফেটে জখম 1

এদিন বিকেলে ঝড়ের পর আমবাগানে আম কুড়াতে গিয়েছিলেন দীপক দাস। আম কুড়াতে গিয়ে মাটিতে পড়ে থাকা বোমায় হাত লেগে যায়। তখন বোমাটি ফেটে যায়।

আম কুড়াতে গিয়ে বোমা ফেটে জখম 1
আম কুড়াতে গিয়ে বোমা ফেটে জখম 1

By

Published : Jun 6, 2021, 7:52 PM IST

সামশেরগঞ্জ, 6 জুন : আমবাগানে আম কুড়াতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম এক ব্যক্তি । রবিবার বিকেলের ঘটনাটি সামশেরগঞ্জ থানার তিন পাকুরিয়া অঞ্চলের রানীপুর গ্রামের । জখম ব্যাক্তির নাম দীপক দাস ।

পরিবার সূত্রে খবর, এদিন বিকেলে ঝড়ের পর আমবাগানে আম কুড়াতে গিয়েছিলেন দীপক । আম কুড়াতে গিয়ে মাটিতে পড়ে থাকা বোমায় হাত লেগে যায়। তখন বোমাটি ফেটে যায়। দুর্ঘটনায় বাম হাত গুরুতর জখম হয়েছে দীপকের। ছোট লেগেছে তাঁর পায়েও। গুরুতর আহত অবস্থায় তাঁকে অনুপনগর হসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করে। সেখান থেকে মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ কে বা কারা বাগানে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে । আমবাগানে আর বোমা রয়েছে কিনা তার তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন :75 লাখ টাকার নিষিদ্ধ মাদক, ট্যাবলেট সহ গ্রেফতার বাংলাদেশি

ABOUT THE AUTHOR

...view details