পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Extra Marital Affair in Malda: ভাইপোর আত্মহত্যা, অবৈধ সম্পর্কের অভিযোগে কাকিমার চুল কাটল স্থানীয়রা - মালদায় পরকীয়া

কাকিমা এবং ভাইপোর মধ্যে নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ৷ তার জেরে একদিকে ভাইপো অ্যাসিড খেয়ে মৃত্যুর পথ বেছে নেন ৷ অন্যদিকে মহিলার উপর অত্যাচার করার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে (Aunt Nephew Extra Marital Affair) ৷

Malda Extra Marital Affair
ETV Bharat

By

Published : Oct 14, 2022, 11:39 AM IST

Updated : Oct 14, 2022, 12:35 PM IST

মালদা, 14 অক্টোবর: ভাইপোর সঙ্গে কাকিমার অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছিল ৷ মানসিক অবসাদের জেরে বুধবার অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন ভাইপো ৷ কাকিমা এলাকায় ফিরে আসতেই তাঁকে ঘেরাও করে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ এমনকী ওই মহিলার চুলও কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে (Extra Marital within Family) ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের পুরাটুলি এলাকায় ৷ খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় ৷

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভাইপোর সঙ্গে কাকিমার অবৈধ সম্পর্ক ছিল ৷ এনিয়ে পরিবারে বহুবার অশান্তিও হয়েছে ৷ এমনকী স্থানীয় কাউন্সিলর এর মীমাংসা পর্যন্ত করেন ৷ এরপর ওই এলাকা ছেড়ে চলে যান কাকিমা ৷

মালদার পুরাটুলিতে এলাকাবাসী মহিলার চুল কেটে দেয় বলে অভিযোগ ওঠে

আরও পড়ুন: পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র

পরিবারের অভিযোগ, রাস্তাঘাটে দেখা হলেই ভাইপোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন কাকিমা ৷ বুধবার মানসিক অবসাদের জেরে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন ভাইপো ৷ এনিয়ে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ শুক্রবার সকালে কাকিমা বাড়ি ফিরতেই পরিবারের লোকজন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ নিমেষে খবর চাউর হয়ে যায় ৷ এলাকায় ভিড় করেন স্থানীয় বাসিন্দারাও ৷

অভিযোগ, এরপরে ওই মহিলার চুল কেটে নেওয়া হয় ৷ ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷

Last Updated : Oct 14, 2022, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details