পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Train Accident: পুজোর আগে বাড়ি ফেরার তাড়া, ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু রেলকর্মীর স্ত্রীর

পুজোয় মালদা থেকে নিজের বাড়ি মুর্শিদাবাদে যাবেন বলে সকাল সকাল রওনা দিয়েছিলেন প্রান্তিকা দেবী ৷ স্টেশনে পৌঁছতে দেরি হয়ে যায় ৷ তারপর হুড়োহুড়ি করে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর স্ত্রীর(Woman death by train accident in Malda Town Station) ৷

Malda Station Death News
ETV Bharat

By

Published : Sep 24, 2022, 11:28 AM IST

Updated : Sep 24, 2022, 12:16 PM IST

মালদা, 24 সেপ্টেম্বর: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু হল মহিলা যাত্রীর ৷ শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে (Woman died while trying to step on a train in Malda Town Station) ৷

মৃত মহিলা যাত্রীর নাম প্রান্তিকা পাল (52)৷ তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত একডাঙা এলাকায় ৷ প্রান্তিকাদেবীর স্বামী শিশির পাল রেলে কর্মরত ৷ তাই কর্মসূত্রে তাঁরা মালদা শহরের রেল কলোনি এলাকায় থাকতেন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছিলেন শিশিরবাবু ও তাঁর স্ত্রী ৷

আরও পড়ুন: ঘুমন্ত ফুটপাথবাসীদের পিষল ট্রাক, নিহত 4, আশঙ্কাজনক 2

শনিবার ভোরে ইন্টারসিটি এক্সপ্রেসে বাড়ি যাওয়ার কথা ছিল তাঁদের ৷ সম্ভবত কোনও কারণে স্টেশনে পৌঁছতে দেরি হয়ে যায় ৷ এরপর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান প্রান্তিকাদেবী ৷ পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকরা প্রান্তিকাদেবীকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ ৷

মৃতার আত্মীয় সাহু পাল বলেন, "মালদা টাউন স্টেশন থেকে ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল ৷ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান প্রান্তিকাদেবী ৷ ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷"

Last Updated : Sep 24, 2022, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details