পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইট সংগ্রহে গিয়ে মাটি চাপা পড়লেন যুবক, অক্সিজেন সাপ্লাই করে উদ্ধার - অক্সিজেন সাপ্লাই দিয়ে চলল উদ্ধার কার্য

আজ সকালে অমিত গুপ্ত নামে স্থানীয় এক ব্যক্তির পুরনো বাড়ির ভিত থেকে ইট সংগ্রহ করছিল বাদল । হঠাৎ পাশে থাকা মাটি পড়ে গিয়ে আটকে যান বাদল । খবর চাউর হতেই স্থানীয় লোকজন এই যুবকে উদ্ধার করতে এগিয়ে আসেন ৷

ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল যুবক, অক্সিজেন সাপ্লাই দিয়ে চলল উদ্ধার কার্য
ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল যুবক, অক্সিজেন সাপ্লাই দিয়ে চলল উদ্ধার কার্য

By

Published : Jun 11, 2021, 4:36 PM IST

মালদা, 11 জুন : পুরনো বাড়ির ভিত থেকে ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল এক যুবক । ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি ফাঁড়ির অন্তর্গত আটগামা এলাকায় । আহত যুবকের নাম বাদল শেখ (24) । বাড়ি মিলকির আটগামা এলাকায় ।

জানা গিয়েছে, আজ সকালে অমিত গুপ্ত নামে স্থানীয় এক ব্যক্তির পুরনো বাড়ির ভিত থেকে ইট সংগ্রহ করছিল বাদল । হঠাৎ পাশে থাকা মাটি পড়ে গিয়ে আটকে যান বাদল । খবর চাউর হতেই স্থানীয় লোকজন এই যুবকে উদ্ধার করতে এগিয়ে আসেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ আনা হয় এক্সকেভেটর ও অক্সিজেন সিলিন্ডার । অক্সিজেন সাপ্লাই দিয়ে চলতে থাকে উদ্ধার কাজ ।

ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল যুবক

প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় উদ্ধার করা হয় বাদলকে । তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন স্থানীয়রা । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ।

আরও পড়ুন :মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি , আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1

ABOUT THE AUTHOR

...view details