মালদা, 23 এপ্রিল : উত্তর ও দক্ষিণ মালদার একাধিক বুথে EVM বিভ্রাটের জেরে স্থগিত ভোটগ্রহণ । উত্তর মালদা লোকসভা কেন্দ্রের চাঁচল বিধানসভার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতের হাজরতপুর 135 নম্বর বুথে আপাতত ভোটগ্রহণ স্থগিত আছে । জানা গেছে ভোট কর্মীরা EVM ও VVPAT সঠিকভাবে সংযুক্ত না করার জন্য এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি । পাশাপাশি চাঁচলের মতিহারপুরেও 124 নম্বর বুথে EVM খারাপ । বুথগুলির বাইরে রয়েছে ভোটারদের লম্বা লাইন ।
এদিকে রতুয়ার 117 নম্বর বুথেও EVM খারাপ । সেখানে ভোট শুরু করা যায়নি। গাজোল 176 নম্বর ভোট কেন্দ্রে EVM খারাপ । উত্তর মালদার চাঁচল বিধানসভার মতিহারপুর 124 নম্বর বুথে EVM মেশিন খারাপ থাকার ফলে এখনও ভোটগ্রহণপর্ব শুরু হয়নি।