পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুই মালদার একাধিক বুথে EVM বিভ্রাট, স্থগিত ভোটগ্রহণ - evm

উত্তর ও দক্ষিণ মালদার একাধিক বুথে EVM বিভ্রাটের জেরে স্থগিত ভোটগ্রহণ । বুথগুলির বাইরে রয়েছে ভোটারদের লম্বা লাইন ।

ভোটারদের লম্বা লাইন

By

Published : Apr 23, 2019, 8:13 AM IST

মালদা, 23 এপ্রিল : উত্তর ও দক্ষিণ মালদার একাধিক বুথে EVM বিভ্রাটের জেরে স্থগিত ভোটগ্রহণ । উত্তর মালদা লোকসভা কেন্দ্রের চাঁচল বিধানসভার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতের হাজরতপুর 135 নম্বর বুথে আপাতত ভোটগ্রহণ স্থগিত আছে । জানা গেছে ভোট কর্মীরা EVM ও VVPAT সঠিকভাবে সংযুক্ত না করার জন্য এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি । পাশাপাশি চাঁচলের মতিহারপুরেও 124 নম্বর বুথে EVM খারাপ । বুথগুলির বাইরে রয়েছে ভোটারদের লম্বা লাইন ।

এদিকে রতুয়ার 117 নম্বর বুথেও EVM খারাপ । সেখানে ভোট শুরু করা যায়নি। গাজোল 176 নম্বর ভোট কেন্দ্রে EVM খারাপ । উত্তর মালদার চাঁচল বিধানসভার মতিহারপুর 124 নম্বর বুথে EVM মেশিন খারাপ থাকার ফলে এখনও ভোটগ্রহণপর্ব শুরু হয়নি।

উত্তরের পাশাপাশি দক্ষিণ মালদা কেন্দ্রের একাধিক বুথে EVM বিভ্রাটের খবর পাওয়া গেছে । মালদা শহরের শান্তিসেন বালিকা বিদ্যালয়ের ১৯২, ১৯৩ ও ১৯৪ নম্বর বুথে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার 153 নম্বর বলাতুলি বুথেও EVM খারাপ থাকার জন্য ভোট প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে ।

EVM বিভ্রাটের বিষয়টি নির্বাচনী আধিকারিকদের জানানো হয়েছে । তবে এখনও পর্যন্ত নতুন EVM বুথগুলিতে এসে পৌঁছয়নি ।

ABOUT THE AUTHOR

...view details