মালদা, 28 ফেব্রুয়ারি: গ্রামে ঢোকার মুখে খাঁড়ির কালভার্ট তৈরির কাজ প্রায় শেষ ৷ এখনও কালভার্টের উপর দিয়ে যান চলাচল শুরু হয়নি ৷ অথচ এর মধ্যেই তার চারটি ঢালাই উইংসে ফাটল দেখা দিয়েছে ৷ ফাটল একেবারে উইংসের উপর থেকে নীচ পর্যন্ত ৷ এনিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায় ৷ গ্রামবাসীরা বিধায়ককে জুতোর মালা পরাতে তৈরি ৷ এখনও এলাকায় পা পড়েনি দিদির দূতেদের ৷ এদিকে পঞ্চায়েত ভোট প্রায় দোরগোড়ায় ৷
ঘটনাটি রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রামপঞ্চায়েতের চাপরা গ্রামের ৷ ওই গ্রামে ঢোকার মুখে রয়েছে বারোমাসিয়া খাঁড়ি ৷ ফুলহর নদী থেকে তার উৎপত্তি ৷ খাঁড়িতে কোনও কালভার্ট না থাকায় এতদিন গ্রামবাসীদের অনেকটা ঘুরে ভাদো যাতায়াত করতে হত ৷ স্থানীয় প্রায় হাজার দশেক মানুষের কথা ভেবে এই খাঁড়ির উপর একটি কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নেয় মালদা জেলা পরিষদ ৷ পঞ্চায়েত ভোটের মুখে কালভার্টের উদ্বোধন হওয়ার কথা ৷ তাই কাজের গতিও বেড়েছে ৷ কিন্তু হঠাৎ কালভার্টের উইংসগুলিতে বড়সড় ফাটলে বিপত্তি ৷
গ্রামের বাসিন্দা ফতেমা খাতুন বলেন, "এই কালভার্ট আমাদের দীর্ঘদিনের চাহিদা থাকলেও তা খুব নিম্নমানের ৷ কালভার্টের দু’পাশে মাটি ফেলা শুরু হয়েছে ৷ সেই চাপে কালভার্টের চারটি ঢালাই পাখনায় ফাটল দেখা দিয়েছে ৷ অথচ এখনও কালভার্টের উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হয়নি ৷ বন্যার সময় এই কালভার্ট কিছুতেই থাকবে না ৷ ভেসে চলে যাবে ৷ মুখ্যমন্ত্রী-সহ সবার কাছে আমাদের আবেদন, কালভার্টটা ঠিকমতো তৈরি করা হোক ৷"