পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ পাচারের আগে উদ্ধার কচ্ছপের অংশ, গ্রেফতার 2 - Bangladesh

45 কেজি কচ্ছপের অংশ সহ গ্রেফতার 2। তারা দীর্ঘদিন ধরে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত। সেগুলি বাংলাদেশ পাচারের ছক করা হচ্ছিল।

two_arrested_with_turtle_bone_and_wings
উদ্ধার কচ্ছপের অংশ

By

Published : Feb 27, 2021, 2:10 PM IST

মালদা, 27 ফেব্রুয়ারি : বাংলাদেশে পাচারের আগেই কচ্ছপের অংশবিশেষ সহ দুই কারবারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে এস আই অভিষেক তালুকদারের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল সুলতানগঞ্জ কলেজ মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪৫ কেজি কচ্ছপের অংশ বিশেষ। গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে। তাদের নাম মহ: শাহজাহান আলি (৪১) ও ফিরোজ শেখ (৩৪)।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত। ধৃতরা উদ্ধার হওয়া কচ্ছপের অংশবিশেষ বাংলাদেশে পাঠানোর ছক কষেছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 411 / 413/ 414 /120(B) IPC, R/W Sec 49(B) /52 বন্য়প্রাণী সংরক্ষণ আইন 1972 এ মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details