মালদা, 24 জুন: ব্যাপক ফলনের জেরে এবার বাজারদর ওঠেনি মালদার আমের ৷ ক্ষতির মুখে আমচাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা ৷ একই পরিস্থিতি আমের অনুসারী শিল্পের সঙ্গে জড়িত মানুষদের ৷ এবার অঢেল আম হওয়ায় প্রক্রিয়াজাত কাঁচা আমের দামও তেমন নেই ৷ অল্প দামেই মালদা থেকে কাঁচা আমের স্লাইস নিয়ে যাচ্ছে ভিনরাজ্যের আচার কোম্পানিগুলি ৷ এই ব্যবসায়ীদের স্বার্থে উদ্যানপালন দফতরের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে ৷ এমনটাই জানিয়েছে মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশন ৷
আমের জন্যই মালদা জেলাকে চেনে দেশবাসী ৷ এখন আমের ভরা মরশুম ৷ বাগানগুলিতে আমের পাইকারি ব্যবসা চলছে ৷ একইসঙ্গে জেলা জুড়ে চলছে কাঁচা আমের প্রক্রিয়াকরণ ৷ মূলত যেসব আম আর পাকবে না, প্রকৃত আকার বিকৃত, কাঁচা অবস্থায় গাছ থেকে ঝরে পড়েছে বা আম ভাঙার সময় উপর থেকে পড়ে ফেটে গিয়েছে, সেই কাঁচা আমকেই প্রক্রিয়াকরণ করা হয় ৷ প্রক্রিয়াজাত কাঁচা আম দেশের বিভিন্ন আচার কোম্পানিতে পাঠানো হয় ৷ মূলত উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র-সহ উত্তর-পূর্ব ভারতেই বিভিন্ন রাজ্যে এই কাঁচা আম রফতানি হয় ৷ এই ব্যবসাতেও বছরে প্রায় 50 কোটি টাকা লেনদেন হয় ৷
আরও পড়ুন:দর তলানিতে, বাজারও নেই; চাষিদের বাঁচাতে ভিনরাজ্যে আম রফতানি ব্যবসায়ীদের
কীভাবে কাঁচা আমকে প্রক্রিয়াকরণ করা হয়, তা জানালেন এক উৎপাদনকারী ফিরোজ মিয়াঁ ৷ তিনি জানান, "তাঁরা বাগান থেকে ছাঁট আম কেনেন ৷ প্রতি কিলো আমের দাম পড়ে তিন থেকে চার টাকা ৷ সেই আমগুলি শ্রমিকদের দিয়ে ছোট ছোট টুকরোয় কাটানো হয় ৷ এরপর একটি গর্তে সেই আমের টুকরো লবণের মধ্যে সাত থেকে 10 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় ৷ আমের টুকরো সম্পূর্ণ জারিত হয়ে গেলে প্যাকিং করে ভিনরাজ্যের বিভিন্ন আচার কোম্পানিতে পাঠানো হয় ৷"