পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

56 লাখ টাকা আত্মসাৎ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক ! - সমর মুখার্জির বিরুদ্ধে বিধায়ক তহবিলের ৫৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

56 লাখ টাকা আত্মসাৎ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি ৷ আজ এই অভিযোগ তুলে সরব হলেন ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক ।

রতুয়ায় ব্লক তৃণমূল সভাপতি

By

Published : Aug 31, 2019, 11:15 PM IST

Updated : Aug 31, 2019, 11:52 PM IST

মালদা, 31 অগাস্ট : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ৷ 56 লাখ টাকা আত্মসাৎ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, এই অভিযোগ তুলে সরব হলেন ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক ।

এই নিয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করেন ফজলুল । তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন সমর মুখার্জি ৷ এছাড়াও, দেবীপুর গ্রাম পঞ্চায়েত ও মহানন্দটোলায় নলকূপ বসানোর নামেও প্রচুর টাকা আত্মসাৎ করেছেন তিনি । এই নিয়ে মঙ্গলবার রাজ্য নেতৃত্ব ও জেলাশাসকের কাছে সমর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফজলুল সাহেব । এর আগে ইংরেজবাজার, পুরাতন মালদা পৌরসভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছিল ৷

এই সেই অভিযোগপত্র

উল্লেখ্য, 1996 সালে জাতীয় কংগ্রেসের প্রতীকে রতুয়া থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন সমরবাবু । এরপর 2001 ও 2006-এর বিধানসভা নির্বাচনে তাঁকে হারিয়ে রতুয়া থেকে বিধায়ক নির্বাচিত হন শৈলেন সরকার । 2011 ও 2016 সালে কংগ্রেসের প্রতীকে ফের বিধায়ক নির্বাচিত হন সমরবাবু । 2018 সালে সমরবাবু তৃণমূলে যোগদান করেন ।

ভিডিয়োয় শুনুন ফজলুল হকের বক্তব্য

ফজলুল সাহেব বলেন, "সমরবাবু 6টি PMGSY পাকা রাস্তার কাজ থেকে 28 লাখ (BEUP FUND) টাকা আত্মসাৎ করেছেন । দেবীপুর গ্রাম পঞ্চায়েতের টিউবওয়েল নির্মাণ হচ্ছে দেখিয়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন । শুধু তাই নয় মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের টিউবওয়েল নির্মাণ হচ্ছে দেখিয়ে 24 লাখ টাকা আত্মসাৎ করেছেন ৷ অথচ এখানে টিউবওয়েলের কোনও কাজই হয়নি ৷ একজন বিধায়ক এইভাবে সরকারি টাকা তছরুপ করবে আমরা তা মানতে পারছি না । তাই আমরা রাজ্য নেতৃত্ব ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি ।"

যদিও এবিষয়ে সমরবাবু বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন । অভিযোগের ভিত্তিতে দোষ প্রমাণিত হলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক ।"

Last Updated : Aug 31, 2019, 11:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details