মালদা, 18 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ করা কংগ্রেসের প্রার্থীদের অপহরণের চেষ্টার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ৷ আর সেই কাজে সাহায্য করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে ৷ গোপালপুর গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন পেশ করা দুই প্রার্থীকে গতকাল রাতে তাঁদের বাড়ি থেকে অপহরণের চেষ্টা করা হয় ৷ এমনকি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷
মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের 182 নম্বর বুথে কংগ্রেসের দুই প্রার্থী হয়েছেন সাদিকুল হক এবং তফজুল শেখ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কংগ্রেসের দুই প্রার্থীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় ৷ পুলিশের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুই প্রার্থীকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে কংগ্রেস ৷ স্থানীয়রা কোনওমতে দুষ্কৃতীদের হাত থেকে দুই প্রার্থীকে অপহরণ হওয়া থেকে বাঁচায় ৷ কিন্তু, রবিবার সকাল থেকে সাদিকুল হক এবং তফজুল শেখের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷
জয়গুণ বেগম বলেন, “গতকাল রাতে আমার দুই ছেলে কাজ সেরে বাড়ি ফেরে ৷ গরমের কারণে আমরা বাড়ির সামনে রাস্তার ধারে বসেছিলাম ৷ এরই মধ্যে হামলার আওয়াজ শুনতে পাই ৷ হঠাত দেখি নাসিরের লোকজন বালুটোলার দিকে ছুটে যায় ৷ সেখানে কী হয়েছে জানা নেই ৷ খানিকক্ষণ পরে অনেক লোক আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালাতে থাকে ৷ ওদের কাছে, হাঁসুয়া, লাঠি, বোমা, পিস্তল সব ছিল ৷ ঘরে যা সোনার গয়না ছিল, সব ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ৷ আমার ছেলে কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণেই হামলা চালানো হয়েছে ৷ রাতে পুলিশ এসেছিল ৷ আমাদের বাড়ি থেকে কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে ৷ পুলিশ আমাদের কোনও সাহায্য করছে না ৷ আমরা বাড়ি থেকে পালিয়ে ছিলাম ৷ সংবাদমাধ্যমের কর্মীদের দেখেই আমরা বাড়িতে এলাম ৷”
স্থানীয় বাসিন্দা রকিয়া বিবি জানিয়েছেন, গরমের জন্য প্রার্থী-সহ অন্যান্য বাড়ির বাইরের মোড়ে বসেছিল ৷ সেই সময় সিভিক ভলান্টিয়ার-সহ কিছু দুষ্কৃতী তফজুলকে অপহরণের চেষ্টা করে ৷ গ্রামের লোকজন তফজুলকে কোনওমতে দুষ্কৃতীদের হাত থেকে ছাড়িয়ে নেয় ৷ কিন্তু, এরই মধ্যে তৃণমূলের লোকজন সেখানে চলে আসে ৷ অভিযোগ তারাই বাড়িঘরে ভাঙচুর চালায় ৷ এমনকি তৃণমূলের লোকজন নিজেরাই নাকি তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অন্যদের উপর দোষ দিচ্ছে ৷ তিনি অভিযোগ করেছেন, পুলিশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে ছিল ৷