পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: স্ত্রী'র বদলে নির্দলের সমর্থনে প্রচার তৃণমূল প্রার্থীর স্বামীর - স্ত্রী তৃণমূল প্রার্থী

স্ত্রী তৃণমূল প্রার্থী অথচ শাসকদলের নেতা স্বামী নেই তাঁর প্রচারে ৷ তিনি বরং প্রচার সারছেন আরেক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো নির্দলের সমর্থনে ৷

TMC leader
তৃণমূল নেতা

By

Published : Jul 4, 2023, 10:17 PM IST

স্ত্রীর বদলে নির্দলের সমর্থনে প্রচার তৃণমূল প্রার্থীর স্বামীর

মালদা, 4 জুলাই: ভোটের বাকি আর মাত্র চারদিন ৷ এখনও ঘরের কোন্দল থামছে না তৃণমূল শিবিরে ৷ স্ত্রী গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূলের প্রার্থী ৷ আর স্বামী প্রচার করছেন নির্দল প্রার্থীর সমর্থনে ৷ এমনই ঘটনা ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর বুথে ৷ ডিলিমিটেশনের পর এবার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর আসনটি দুটি অংশে ভাগ করা হয়েছে ৷ একটি অংশে তৃণমূলের প্রার্থী হয়েছেন রোকেয়া খাতুন ৷ অন্য অংশের ঘাসফুল প্রার্থী প্রাক্তন পঞ্চায়েত সদস্য জিসান আলি ৷ দুই প্রার্থীই নিজেদের সমর্থনে প্রচার চালাচ্ছেন ৷ তবে রোকেয়ার নির্বাচনী প্রচারে দেখা যায়নি তাঁর স্বামী সাহাদাত হোসেনকে ৷ উলটে তাঁকে ওই বুথের অন্য অংশের বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা নির্দল প্রার্থী সরফরাজ নওয়াজের সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছে ৷

কেন এমন সিদ্ধান্ত?

সাহাদাতের বক্তব্য, মমতাদি তাঁর স্ত্রীকে তৃণমূলের প্রার্থী করেছেন ৷ তিনি তাঁর কাছে কৃতজ্ঞ ৷ কিন্তু তিনি স্ত্রীর হয়ে প্রচারে বেরোননি ৷ কারণ, এর আগে বুথে গোলমাল হয়েছিল ৷ তবে তিনি যে অন্য বুথে নির্দল প্রার্থীর সমর্থনে প্রচার করছি, সেকথা ঠিক ৷ কারণ, ওই বুথে যাঁকে তাঁরা তৃণমূলের পক্ষে মনোনয়ন জমা করিয়েছিলেন, দল তাঁকে টিকিট দেয়নি ৷ আগের পঞ্চায়েত সদস্যকে টিকিট দিয়েছে ৷ ওই পঞ্চায়েত সদস্যের পাশে মানুষ নেই ৷

তাছাড়া যিনি বটগাছ প্রতীকে নির্দল হিসাবে লড়ছেন, তিনিও তৃণমূলের ৷ ঘাসফুলের প্রতীক না পেয়ে কংগ্রেসের সমর্থনে তিনি নির্দল হিসাবে ভোটে লড়ছেন ৷ তিনি বলেন, "আমি কিন্তু প্রথমে তাঁর সমর্থনে প্রচার করিনি ৷ কিন্তু যখন দেখলাম, ওই বুথের তৃণমূল প্রার্থী আমার স্ত্রীর বিরুদ্ধে নির্দল প্রার্থীকে সমর্থন করছেন, মই চিহ্নের প্রচার করছেন, তখন ক্ষোভে আমি বটগাছের পক্ষে প্রচার শুরু করি ৷ আমার স্ত্রীর বিরুদ্ধে কেউ প্রচার করলে আমাকেও তো সেটাই করতে হবে ৷"

আরও পড়ুন:আজ প্রচারযুদ্ধে মুখোমুখি অভিষেক-শুভেন্দু, ব্যস্ততা তুঙ্গে পূর্ব মেদিনীপুরে

এ দিকে তৃণমূল প্রার্থী জিসান আলি বলছেন, "আগেরবার আমি জিতেছিলাম ৷ এবারও দল আমাকে টিকিট দিয়েছে ৷ এবার এই বুথ ভেঙে দুটি হয়েছে ৷ অন্য বুথের তৃণমূল প্রার্থীর স্বামী আমার বিরুদ্ধে নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে হাঁটছেন, স্লোগান দিচ্ছে ৷ গোটা বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার বলছেন, নির্দল প্রার্থীদের কখনও রেয়াত করা হবে না ৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ তাঁদের কথায় আমার ভরসা রয়েছে ৷ আমি যদি তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রচার করে থাকি এবং তার কোনও প্রমাণ যদি তাঁর কাছে থাকে, তিনি আমার বিরুদ্ধে দলকে জানাতে পারেন ৷ আমি তাঁকে আমার প্রচারে ডেকেছিলাম ৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আসবেন না ৷"

আরও পড়ুন:গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থীরা, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিষয়টি নিয়ে তৃণমূলের যাত্রাডাঙা অঞ্চলের সভাপতি মহম্মদ মুকলেসুর রহমান জানান, তিনে লোকমুখে ঘটনাটি জানতে পেরেছেন ৷ যদি তৃণমূল প্রার্থীর স্বামী নির্দল প্রার্থীর মিছিলে হেঁটে থাকেন, তবে সেটা দলবিরোধী কাজ ৷ তিনি খোঁজখবর নিয়ে দেখছেন বিষয়টি ৷ ঘটনাটি সত্যি হলে তিনি দলের ব্লক ও জেলা সভাপতিকে জানাবেন ৷ দলই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে ৷

ABOUT THE AUTHOR

...view details