মালদা, 29 জুন : স্কুলে গাঁজা খাওয়ার প্রতিবাদে ক্লাস টুয়েলভের তিন ছাত্রকে মারধরের অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে । অভিযুক্তদের নাম রোহিত ও রাহুল । তাদের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুরাতন মালদার একটি স্কুলের ঘটনা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
ওই স্কুলেরই দুই ছাত্র বাপি ঘোষ, শিবা বর্মণ । গতকাল প্রথম পিরিয়ডের পর তারা শৌচালয় যায় । দেখে, রোহিত ও রাহুল গাঁজা খাচ্ছে । স্কুলের ভিতরে নেশা করতে বারণ করে । আর তাতেই বিপত্তি । রোহিত, রাহুল, শিবা-বাপিকে মারধর করে । বাপি বলে, "স্কুলের ভিতর গাঁজা খেতে বারণ করলে ওরা আমাকে ধাক্কা দেয় । তখন ওদের বাধা দিতে গেলে শিবাকেও মারধর করে । আমি শিবাকে ওখান থেকে নিয়ে ক্লাসে চলে যাই । ওরা ফের ক্লাসে এসে আমার গলায় আঘাত করে ।" কালকের মতো বিষয়টি মিটে যায় ।
ফের আজ সকাল থেকে শুরু হয় ঝামেলা । বাপি বলে, "সেকেন্ড পিরিয়ডের পর ওরা এসেছিল । ঝামেলা শুরু করে । কালিয়াচকে নিয়ে গিয়ে খুনের হুমকি দেয় । বাধা দিতে আসে পবন চৌধুরি নামে আমাদের এক বন্ধু । তাকেও মারধর করে । এরপর ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয় ।" সে বলে, "এরপর আমরা ক্লাস করি । স্কুল ছুটির পর বাইরে বেরোই । দেখি, 70 জন মতো দাঁড়িয়ে । আমাদের তিনজনকে মারধর শুরু করে । স্কুলে ঢোকার চেষ্টা করি । দারোয়ান বাধা দেয় । স্থানীয়রা এসে আমাদের বাঁচায় ।"
স্থানীয় মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকার পর ছেড়ে দেওয়া হয় তিনজনকে । পরে মালদা থানায় রোহিত, রাহুল ও তাদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । স্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃত ঘোষ বলেন, "মালদা থানার পুলিশ স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে । সোমবার এ নিয়ে স্কুলে বিশেষ বৈঠক হবে । স্কুলের ভিতর মাদক খাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।"