মালদা, 29 সেপ্টেম্বর : অভিনব কায়দায় মাদক ও জালনোট পাচারের ছক কষেছিল পাচারকারীরা ৷ কিন্তু, ভাগ্য সঙ্গ দেয়নি ৷ ইংরেজবাজারের কাটাগড়ে নাকা চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে গাড়ির ড্যাশবোর্ড থেকে উদ্ধার হল জালনোট ৷ সেই সঙ্গে সাউন্ড সিস্টেমের মধ্যে থেকে উদ্ধার হল মাদক ৷ এই ঘটনায় ভিনরাজ্যের এক মাদককারবারী সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ উদ্ধার হওয়া মাদকের পরিমাণ 351 গ্রাম ৷ যার বাজার মূল্য প্রায় 7 লাখ টাকা ৷
পুজোর আগে প্রতিবছরই নাকা তল্লাশি চালায় মালদা পুলিশ ৷ ইংরেজবাজারের কাটাগড়ে সেই নাকা তল্লাশি চলছিল ৷ সেই সময় একটি গাড়িকে আটক করে পুলিশ ৷ গাড়ির মধ্যে থাকা তিনজনকে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ এর পরই গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয় ৷ আর সেই তল্লাশিতেই উদ্ধার হল জালনোট ও মাদক উদ্ধার করেছে পুলিশ ৷ জানানো হয়েছে, গাড়ির ড্যাশবোর্ডে এক লাখ টাকার জালনোট লুকিয়ে রাখা ছিল ৷ সে নিয়ে জিজ্ঞাসাবাদের মধ্যেই গাড়ির আরোহীরা কিছু লোকানোর চেষ্টা করে ৷ সন্দেহ হওয়ায় পুরো গাড়িতে ফের তল্লাশি চালানো হয় ৷ আর তখনই গাড়িতে থাকা একটি সাউন্ড সিস্টেমের ভিতরে লুকিয়ে রাখা মাদক ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় গাড়িতে থাকা তিনজনকে ৷
আরও পড়ুন :Kolkata rain : একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে 1 লাখ 12 হাজার টাকার আসল নোটও উদ্ধার হয়েছে ৷ ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও জালনোটগুলি বিহারে পাচার করছিল ৷ সেই পাচারের অগ্রিম হিসেবে 1 লাখ 12 হাজার টাকা পেয়েছিল পাচারকারীরা ৷ তবে, উদ্ধার হওয়া জালনোট ও মাদক কোথা থেকে পাচারকারীরা পেয়েছিল এবং সেগুলি কোথায় পাচার করা হচ্ছিল ? তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ ৷