মালদা, 3 এপ্রিল : অনলাইন প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন খোদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি । ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছিল প্রায় 17 লক্ষ টাকা ৷ এই প্রতারণার ঘটনায় মালদা থেকে গ্রেফতার হল তিন মূর্তিমান (Fraud case of Rs 17 lakh with former High Court Judge ) ৷
2020 সালের অক্টোবরে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ঘনশ্যামজির সঙ্গে প্রতারণা হয় । তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা । এক বেসরকারি মোবাইল সংস্থার ম্যানেজার পরিচয় দিয়ে প্রতারকরা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতিয়ে নিয়েছিল । এরপর 15 থেকে 19 অক্টোবরের মধ্যে তাঁর স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 16 লক্ষ 78 হাজার 380 টাকা হাতিয়ে নেওয়া হয় । 19 অক্টোবর প্রয়াগরাজের সাইবার ক্রাইম থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ঘনশ্যামজি । এই ঘটনায় আজ মালদা থেকে তিন যুবককে গ্রেফতার করল সেই রাজ্যের পুলিশ । রবিবার ধৃতদের জেলা আদালতের অনুমতিতে দু’দিনের ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হয়েছে ।
ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের পুলিশ মালদার যোগ খুঁজে পায় । জানা যায়, একাধিক সিমকার্ড ব্যবহার করে প্রাক্তন বিচারপতির অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা গায়েব করেছে প্রতারকরা । সেই সিমকার্ডগুলি অ্যাক্টিভেট করা হয়েছে মালদার হবিবপুর এলাকা থেকে । এরপরেই গতকাল উত্তরপ্রদেশ পুলিশের একটি দল হবিবপুর থানায় আসে । স্থানীয় থানার সহযোগিতায় গতকাল রাতে আইহোর বকসিনগর এলাকা থেকে 28 বছর বয়সী সুজনকুমার মণ্ডলকে আটক করা হয় । তাকে জেরা করতেই সে ঘটনার কথা স্বীকার করে নেয় ।