মালদা, ২৩ ডিসেম্বর : বোর্ড অফ কাউন্সিলর্স সভা ঘিরে আগামীকাল ঝামেলা বাধতে পারে ইংরেজবাজার পৌরসভায় ৷ আজ সে'রকম ইঙ্গিতই পাওয়া গেল পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জ ঘোষের কট্টর বিরোধী হিসেবে পরিচিত কাউন্সিলর কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির কথায় ৷ আগামীকালের বৈঠককে সম্পূর্ণ অবৈধ বলে মনে করছেন তিনি ৷ অভিযোগ, নিজের বেআইনি কাজকর্মগুলিকে স্বীকৃতি দিতেই চেয়ারম্যান এই বৈঠক ডেকেছেন ৷
প্রায় একবছর পর আগামীকাল ইংরেজবাজার পৌরসভায় অনুষ্ঠিত হতে চলেছে বোর্ড অফ কাউন্সিলর্স বৈঠক ৷ এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে কাউন্সিলরদের মধ্যে ৷ কৌতুহল রয়েছে পৌর নাগরিকদেরও ৷ কারণ, গত বছর বাজেট পেশ হওয়ার পর থেকে পৌরসভায় কোনও বোর্ড অফ কাউন্সিলর্স (BOC) বৈঠক অনুষ্ঠিত হয়নি ৷ চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ বলেন, "আগামীকালের বৈঠকের প্রথম এজেন্ডা হল, গত একবছর ধরে কাউন্সিলর ও জনগণের অনুরোধে যেসব কাজ করা হয়েছে সেসব অনুমোদন করানো ৷ কিছুদিনের মধ্যেই পৌরসভার কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৷ BOC বৈঠক না হওয়ায় কাউন্সিলরদের যে কাজগুলি আটকে রয়েছে, আগামীকাল সেগুলি নিয়েও আলোচনা করা হবে ৷ গৃহ নির্মাণ, জল প্রকল্প, মিউটেশন সম্পর্কিত অনেক প্রকল্প হাতে নেওয়া হলেও সেগুলির কাজ শুরু করা হয়নি ৷ এসব নিয়েও আগামীকাল আলোচনা হবে ৷"
সঙ্গে নীহাররঞ্জন ঘোষ আরও জানান, এর মধ্যে পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের বৈঠক হয়েছে ৷ কিন্তু কাউন্সিলরদের আপত্তির জন্যই BOC বৈঠক হয়নি ৷ আগামীকালের বৈঠকে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকবেন না ৷ আইন মেনেই তাঁকে বৈঠকে ডাকা হয়নি ৷ সম্প্রতি নীহারবাবুর বিরুদ্ধে দলেরই অধিকাংশ কাউন্সিলর অনাস্থা নিয়ে এসেছিলেন ৷ শোনা যাচ্ছে, আগামীকালের BOC বৈঠকে তাঁরা একাধিক প্রশ্ন তুলবেন ৷ এ'নিয়ে অবশ্য মোটেই চিন্তিত নন তিনি ৷ বলেন, "যারা প্রশ্ন তুলবেন, তাঁরাই সিদ্ধান্ত নিয়েছিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে যতক্ষণ না সরকারি নির্দেশিকা পাওয়া যাচ্ছে, ততক্ষণ BOC বৈঠক হবে না ৷ আর BOC-র দায়িত্ব শুধুমাত্র চেয়ারম্যানের নয় ৷ এর দায়িত্ব বর্তায় চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্যসহ অন্য কাউন্সিলরদের উপরেও ৷ নিজের ওয়ার্ডে কাজ করানোর দায়িত্ব কাউন্সিলররেই ৷ ফলে কোনও কাউন্সিলরই নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না৷"