মালদা, 21 মার্চ : কোরোনা মোকাবিলায় আগামীকাল সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সময়সীমার মধ্যে একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ ছাড়া সবাইকে গৃহবন্দী থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷ তাঁর এই আবেদনকে সফল করতে ইতিমধ্যেই বেশ কিছু ট্রেন পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালদা রেলওয়ে ডিভিশন ৷ এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে আগামীকাল ভোর সাড়ে চারটের মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস৷ রেল সূত্রে জানা গিয়েছে, বাতিল ট্রেনের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
আগামীকাল সকাল সাতটা থেকে শুরু হচ্ছে জনতা কারফিউ ৷ মূলত কোরোনা ভাইরাসের(covid১৯) চেন ভেঙে দিতেই এই আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেই উদ্দেশ্য সফল করতে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ আগামীকাল বেশ কিছু ট্রেন বাতিল করেছে৷ এপ্রসঙ্গে মালদা টাউন স্টেশনের ম্যানেজার দিলীপকুমার চৌহান জানান, "আগামীকাল কিছু ট্রেন বাতিল করা হয়েছে৷ এখনও পর্যন্ত ভোর সাড়ে চারটের মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত আমাদের কাছে এসে পৌঁছেছে৷ আরও কোন কোন ট্রেন বাতিল হচ্ছে, তা জানতে আমরা হেড কোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি৷