মালদা, 17 সেপ্টেম্বর : হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হল রোগীর ঝুলন্ত দেহ । মৃতের নাম মনোজিৎ দাস (34) । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ।
হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ
পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন । রোজকার মতো পরিবারের লোকজন গতকালও গিয়েছিলেন । কিন্তু কিছুক্ষণের জন্য বাইরে এসেছিলেন । তারপর হাসপাতালে ফিরে দেখেন ঝুলছে রোগীর দেহ ।
রবিবার (8 সেপ্টেম্বর) পেটের ব্যথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভরতি হন চকবিঘু এলাকার বাসিন্দা মনোজিৎ দাস । অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজে তাঁকে স্থানান্তরিত করা হয় । রোজই মনোজিতের পরিবারের লোকজন হাসপাতালে আসতেন । গতকালও এসেছিলেন । কিন্তু কিছুক্ষণের জন্য তাঁরা হাসপাতালের বাইরে আসেন । ফিরে গিয়ে দেখেন হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন মনোজিৎ ।
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে রোগীর পরিবার ।