সাহাপুর, 28 মে : যশের প্রভাবে দিনভর বৃষ্টিতে ধসে গেল মহানন্দা নদীর বাঁধের একাংশ ৷ তার জেরেই বৃহস্পতিবার রাত থেকে আতঙ্কে ঘুম উড়েছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নাগেশ্বরপুর এলাকার বাসিন্দাদের ৷ ইতিমধ্যেই বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন সেচ বিভাগের কর্তারা ৷ তাঁরা গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন, দ্রুত বাঁধ সংস্কারের কাজে হাত দেওয়া হবে ৷ কিন্তু যতক্ষণ না সেই কাজ শুরু হচ্ছে, ততক্ষণ আতঙ্ক থেকে বেরোতে পারছেন না কেউ ৷
প্রতি বছরই বর্ষার সময় নাগেশ্বরপুর এলাকায় মহানন্দার বাঁধে অল্পবিস্তর ধস নামে ৷ এই নিয়ে একাধিকবার ব্লক ও জেলা প্রশাসনকে জানিয়েছেন গ্রামবাসীরা ৷ এবার এখনও বর্ষা শুরু হয়নি ৷ কিন্তু যশের জেরে জেলাজুড়ে প্রবল বৃষ্টিতেই গতকাল বাঁধের একাংশে বড়সড় ফাটল দেখা দেয় ৷ ধসে যায় বাঁধের একাংশ ৷ সেই খবর পেয়েই সেচ বিভাগকে বিষয়টি জানান সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ৷ সেইমতো বৃহস্পতিবার বিকেলে বাঁধ পরিদর্শন করেন সেচ বিভাগের কর্তারা ৷