পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিজের হাতে এলাকা স্যানিটাইজ করলেন কাউন্সিলর

জীবাণুনাশক স্প্রে করে এলাকা স্যানিটাইজ় করলেন ইংরেজবাজার পৌরসভার 22 নং ওয়ার্ডের কাউন্সিলর।

councilor sanitized with his own hands
কাউন্সিলর

By

Published : Apr 7, 2020, 8:50 PM IST

মালদা, ৭ এপ্রিল: কোরোনা মোকাবিলায় চলছে শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজ় করার কাজ। আজ খোদ এলাকার কাউন্সিলর হাত লাগালেন সেই কাজে। ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড নিজের হাতে স্যানিটাইজ করলেন এলাকার কাউন্সিলর।

মঙ্গলবার সকালে ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড স্যানিটাইজ় করা হয় পৌরসভার তরফে। সেখানেই নিজের হাতে গোটা এলাকাকে পরিচ্ছন্ন করতে দেখা গেল ওই ওয়ার্ডেরই কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারিকে। আজ পৌরসভার গাড়িতে জীবাণুনাশক নিয়ে নিজেই ওয়ার্ডের মহানন্দাপল্লি এলাকা ঘুরে ঘুরে জীবাণুনাশক স্প্রে করেন নন্দুবাবু।

নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দুবাবু বলেন, “দেশজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে আমাদের রাজ্যেও। এই পরিস্থিতিতে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। আমরা এলাকাবাসীদের পাশে রয়েছি। ইতিমধ্যে এলাকার দুস্থ বাসিন্দাদের খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে। পাশাপাশি আজ আমার ওয়ার্ডকে জীবাণুমুক্ত রাখার জন্য জীবাণুনাশক স্প্রে করা হল।"

তিনি জানান, "এছাড়াও এলাকার প্রতিটি মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। লকডাউন চলাকালীন অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শও দেওয়া হচ্ছে।”

ABOUT THE AUTHOR

...view details